সংখ্যালঘুদের মোদী `জুজু` দেখিয়ে ফায়দা তুলতে চাইছে কংগ্রেস: জামত প্রধান
দেশের `গ্রান্ড পার্টি` কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামাত-এ-উলেমা-ই-হিন্দ। সংগঠনের প্রধানের বয়ান অযথা দেশের সংখ্যালঘু নাগরিকদের `মোদী জুজু` দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। লক্ষ্য কংগ্রেসের ঘরে ফায়দা তোলা।
দেশের `গ্রান্ড পার্টি` কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামাত-এ-উলেমা-ই-হিন্দ। সংগঠনের প্রধানের বয়ান অযথা দেশের সংখ্যালঘু নাগরিকদের `মোদী জুজু` দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। লক্ষ্য কংগ্রেসের ঘরে ফায়দা তোলা।
রবিবার জয়পুরের বিরলা অডিটোরিয়ামে সংখ্যালঘুদের সংরক্ষণের দাবি তুলে সায়েদ মহম্মদ মাদানি বলেন, "অযথা মোদীকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ধর্মনিরপেক্ষতা এদেশে অনেকদিনের সঙ্গী।" পাঁচ রাজ্যে নির্বাচনের মুখে সংখ্যালঘু মানুষদের আক্রান্ত হওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সমালোচা করেন তিনি।
কংগ্রেসকে জামাত প্রধানের হুমকি, "কারুর ভয় দেখিয়ে কংগ্রেস কখনই মুসলিম ভোট পাবে না।" ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারের সংখ্যালঘুদের উন্নয়নে নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।