লকডাউনের পর কারখানা খোলার তোড়জোড়, প্রথম এক সপ্তাহ পরীক্ষামূলক ভাবে চালানোর নির্দেশ কেন্দ্রের

অন্ধ্র প্রদেশে কারখানায় গ্যাস লিক হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। লকডাউনে কারখানাটি ঠিকমতো রক্ষণাবেক্ষণা হয়নি বলে অভিযোগ ওঠে

Updated By: May 10, 2020, 10:14 AM IST
লকডাউনের পর কারখানা খোলার তোড়জোড়, প্রথম এক সপ্তাহ পরীক্ষামূলক ভাবে চালানোর নির্দেশ কেন্দ্রের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: লকডাউন ৩.০ মেয়াদ শেষ হওয়ার পর কল কারখানা খোলার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। তবে, শুরু থেকেই উত্পাদনে জোর দেওয়ার দরকার নেই বলে মত কেন্দ্রের। লকডাউন শেষের প্রথম একসপ্তাহ ‘ট্রায়াল রান’ হিসাবে দেখা হবে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় এমনটা জানা যাচ্ছে।

অন্ধ্র প্রদেশে কারখানায় গ্যাস লিক হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। লকডাউনে কারখানাটি ঠিকমতো রক্ষণাবেক্ষণা হয়নি বলে অভিযোগ ওঠে। অন্ধ্র প্রদেশ ছাড়াও ছত্তীসগঢ়, তামিলনাড়ুতেও কারখানায় বড়সড় দুর্ঘটনা হয়। সূত্রে খবর, এরপরই কেন্দ্র সিদ্ধান্ত নেয়, লকডাউন মেয়াদ শেষ হওয়ার পর প্রথম সপ্তাহ ট্রায়াল রান করা হবে কারখানাগুলি। শুরু থেকেই উত্পাদনে জোর দেওয়া যাবে না।

আরও পড়ুন"হিন্দু মতে মৃত্যুর গুজব রটালে আয়ু বাড়ে," ভুয়ো পোস্টে কটাক্ষ অমিতের

কেন্দ্র নির্দেশিকায় আরও জানিয়েছে, শ্রমিকদের সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ করতে হবে কারখানার মালিকদের। সামাজিক দূরত্ব বজায়, বারবার স্বাস্থ্য পরীক্ষা, করোনা সংক্রান্ত বিষয়ে সচেতনতায় খেয়াল রাখতে হবে। যে সব কারখানা ২৪ ঘণ্টা চালু থাকে, সেখানে সিফ্টের মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে। বাইরে থেকে আসা শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক।     

.