মাস্ক-স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা, দেশজুড়ে সুলভ মূল্যে বিক্রির নির্দেশ

 করোনা মাস্ক, স্য়ানিটাইজারের আকাল। কালোবাজারি রুখতে  তৎপর কেন্দ্রীয় সরকার

Updated By: Mar 14, 2020, 12:38 PM IST
মাস্ক-স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা, দেশজুড়ে সুলভ মূল্যে বিক্রির নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের দাপট প্রতিনিয়ত বাড়ছে। ভারতে মারণ ভাইরাসের থাবায় প্রথম প্রাণহানীর খবর সামনে আসতেই সতর্ক হয়েছে প্রশাসন। দেশজুড়ে N95 সহ সব ধরনের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় সামগ্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, জুন মাসের শেষ পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। সুলভ মূল্যে সব ব্যবসায়ীকে মাস্ক এবং স্যানিটাইজার বিক্রি করতে হবে।

আরও পড়ুন: করোনা মাস্, স্য়ানিটাইডারেরে আকালে রাশ টাতৎপর কেন্দ্রীয় সরকার

কোনও রকমফাটকা কারবার বা কালো বাজারি হলে, আইন অনুযায়ী সেই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে কেন্দ্র। এই নিয়ে কোনও রকম বেআইনি কার্যকলাপ সামনে এলে, সাত বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, দেশের সব প্রান্তে মাস্ক এবং স্যানিটাইজার চাহিদা মত মজুত রাখতে হবে। চাহিদা এবং যোগানের মধ্যে বিভেদ তৈরি করলে কড়া পদক্ষেপ নেবে সরকার। 

.