নিজস্ব প্রতিবেদন: নতুন করে লকডাউনের বিরোধী ছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্য-সহ রাজাধানী শহরে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল ইয়েদুরাপ্পা সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১৪ জলাই সন্ধে ৮টা থেকে ২৩ জুলাই ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল বেঙ্গালুরুতে।


আরও পড়ুন-'অর্জুন সিং নির্বাচিত প্রতিনিধি; তাঁর সঙ্গে গুন্ডার মতো আচরণ করছে পুলিস, সব হিসেব নেব'  




মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা টুইট করে জানিয়েছেন, সব নিত্যপ্রয়োজনীয় পরিষেবা যেমন দুধ, ওষুধ, মুদির দোকান, সবজির দোকান খোলা থাকবে। সাধারণ মানুষের কাছে আবেদন লকডাউনের নিয়ম মেনে করোনা সংক্রমণ ঠেকাতে সাহায্য করুন।  রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছিল। সেই পরামর্শ মেনেই ১৪ জুলাই সন্ধে আটটা থেকে ২৩ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে বিস্তারিত নির্দেশিকা সোমবার প্রকাশ করা হবে।


আরও পড়ুন-কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪১২, জেনে নিন আপনার জেলার সর্বশেষ পরিস্থিতি


উল্লেখ্য, কর্ণাটকে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত বেঙ্গালুরুতে। রাজ্যের অর্ধেক করোনা রোগীই বেঙ্গালুরুর। রাজ্যে এখনও পর্যন্ত ৩৬,২১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬,৮৬২ জনই বেঙ্গালুরুর। এখনও পর্য্ন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬১৩ জনের।