২০২২-এর আগে করোনা ভ্যাকসিন পাবে না আমজনতা, জানালেন AIIMS ডিরেক্টর

এইমস প্রধান আরও বলেন, ভ্যাকসিন দিলেও যে করোনাভাইরাস নির্মূল হবে তা বলা যায় না

Updated By: Nov 8, 2020, 09:47 PM IST
২০২২-এর আগে করোনা ভ্যাকসিন পাবে না আমজনতা, জানালেন AIIMS ডিরেক্টর
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: সরকার করোনা ভ্যাকসিন দেওয়ার তোড়জোড় শুরু করলেও এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলছেন অন্য কথা। তাঁর দাবি, সাধারণ মানুষকে করোনার ভ্যাকসিন পাওয়ার জন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন-'সবসময় পাশে আছি', মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্মদক্ষের স্মরণসভায় আশ্বাস শুভেন্দুর

করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্র সরকার যে টাস্ক ফোর্স তৈরি করেছে তার সদস্য ডা রণদীপ গুলেরিয়া। সম্প্রতি এক সাক্ষাতকারে গুলেরিয়া বলেছেন, ভারতের বাজারের করোনার টিকা সহজলভ্য হতে অন্ততপক্ষে আরও এক বছর অপেক্ষা করতে হবে।

গুলেরিয়া বলেন, আমাদের দেশের জনসংখ্যা প্রচুর। দেখতে হবে কীভাবে করোনার ভ্যাকসিন বাজারে ছাড়া যায়।

আরও পড়ুন-'হাত-পা ভাঙবে...সোজা শ্মশানে যেতে হবে', তৃণমূল নেতৃত্বকে হুমকি দিলীপের

করোনার ভ্যাকসিন বাজারে আসার পর প্রধান সমস্যা হল তা বিতরণ। এনিয়ে গুলেরিয়া বলেন, দেশের প্রতিটি প্রান্তে যাতে ওই ভ্যাকসিন পৌঁছে যায় তা দেখাই প্রাধান লক্ষ্য। কোল্ড চেন তৈরি করতে হবে, পর্যাপ্ত সিরিঞ্জের প্রয়োজন, দেশের প্রত্যন্ত অঞ্চলে তা পাঠাতেও হবে। এটাই বড় চ্যালেঞ্জ।

এইমস প্রধান আরও বলেন, ভ্যাকসিন দিলেও যে করোনাভাইরাস নির্মূল হবে তা বলা যায় না।

.