'সবসময় পাশে আছি', মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্মদক্ষের স্মরণসভায় আশ্বাস শুভেন্দুর

Nov 08, 2020, 18:53 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : রাজনৈতিক চাপানউতোর ও একাধিক জল্পনার অবসান ঘটিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্মদক্ষের স্মরণসভায় হাজির হলেন শুভেন্দু অধিকারী।

2/7

খরগ্রাম থানার মারগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত এই স্মরণসভায় শুভেন্দু অধিকারীর থাকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে। 

3/7

শেষমেষ সভাস্থলের স্থান পরিবর্তন করা হয়। রাজনৈতিক সভা আখ্যা না দিলেও শুভেন্দু অধিকারীর আজকের সভা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। 

4/7

মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ও একাধিক কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের সদস্যরা হাজির ছিলেন সভায়। 

5/7

একইসঙ্গে কান্দি মহকুমার একাধিক তৃণমূলের নেতা ও কর্মীরাও হাজির ছিলেন। শুভেন্দু অধিকারীর একাধিক অনুগামীকেও এদিনের সভাস্থলে হাজির থাকতে দেখা যায়।

6/7

সভায় শুভেন্দু অধিকারী কর্মীদের উদ্দেশে বলেন, "গত ৫ বছর ধরে আমি মুর্শিদাবাদ জেলায় আসছি। তাই যে কোনও রকমের সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের কাছে আসব। আপনারা নিশ্চিন্তে থাকুন।" 

7/7

"২০০৯ সাল থেকে আমি মুর্শিদাবাদ জেলায় আসছি। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছি। শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও আপনাদের পাশে থেকেছি। আগামীদিনেও থাকব।"