Donald Trump: কমলা হ্যারিস-ইলন মাস্ককে পিছনে ফেলে টাইম বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প...

Time Magazine person of year: ১৯২৭ সালে শুরু হওয়া টাইম ম্যাগাজিনের এই প্রথা সেই ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বছরের ঘটনাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। প্রথমে এটি ‘ম্যান অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল। তারপর পরিবর্তন করে রাখা হয় পার্সন অফ দ্য ইয়ার। 

Updated By: Dec 12, 2024, 11:01 PM IST
Donald Trump: কমলা হ্যারিস-ইলন মাস্ককে পিছনে ফেলে টাইম বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রথমবারের মতো টাইম বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন। এবার ফের টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করল বৃহস্পতিবার।  নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে এই সম্মান উদযাপন করবেন নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন তার পরিবারের বেশ কয়েকজন সদস্য।

আরও পড়ুন- East Bengal: এগিয়েও ১০ জনের লাল-হলুদ হারল ওড়িশার কাছে, অধরা জয়ের হ্যাটট্রিক, তালালের চোট বাড়াল চিন্তা!

১৯২৭ সালে শুরু হওয়া টাইম ম্যাগাজিনের এই প্রথা সেই ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বছরের ঘটনাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। প্রথমে এটি ‘ম্যান অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল। তারপর পরিবর্তন করে রাখা হয় পার্সন অফ দ্য ইয়ার। পূর্ববর্তী বর্ষসেরা বিজয়ীদের মধ্যে রয়েছেন জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, পোপ ফ্রান্সিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। 

এবছর বর্ষসেরা ব্যক্তি হলেন ট্রাম্প। এবছর বর্ষসেরার প্রতিযোগিতায় ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রিন্সেস অব ওয়েলস ও টেসলার সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও একটি পরামর্শদাতা বোর্ডের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত হয়েছেন, যা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’নামে পরিচিত।

আরও পড়ুন- Akshay Kumar Injured: স্টান্ট করতে গিয়ে শ্যুটিংয়ে ভয়ংকর দুর্ঘটনা! গুরুতর আহত অক্ষয়...

টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস পাঠকদের উদ্দেশে লেখা একটি চিঠিতে বলেছেন, ‘ঐতিহাসিক পরিমাপে ফিরে আসার নেতৃত্ব দেওয়ার জন্য, এক প্রজন্মে একবার ঘটে যাওয়া রাজনৈতিক পুনর্গঠন চালিয়ে নেওয়ার জন্য, মার্কিন প্রেসিডেন্সিকে পুনর্গঠিত করার জন্য ও বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের টাইমের বর্ষসেরা ব্যক্তি।’

ট্রাম্প সম্পর্কে টাইমের তরফে জানানো হয়, ‘তিনি (ট্রাম্প) মার্কিন ভোটারদের নতুনভাবে সংগঠিত করেছেন, বিশেষ করে তরুণ পুরুষ ভোটারদের সক্রিয় করেছেন, যাঁরা তাঁকে পপুলার ভোটে প্রথমবারের মতো জয়ী হতে দেখেছেন এবং প্রতিটি সুইং স্টেটকে লাল করে দিয়েছেন। তাঁর ২০২৪ সালের জয় বহু দিক থেকে ইতিহাস গড়েছে : তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এবং এ বছর নিউ ইয়র্কের একটি জুরিতে ৩৪টি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম অপরাধী, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন'।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.