নিজস্ব প্রতিবেদন: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই ঘোর বিপাকে কর্ণাটক সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজধানী বেঙ্গালুরু(Bengaluru) থেকে বেপাত্তা ৩০০০ করোনা  রোগী। তাদের মোবাইলও সুইচড অফ।  হন্য হয়ে তাঁদের খোঁজা শুরু করল পুলিস। বৃস্পতিবার এমনই চাঞ্চল্যর খবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা।


আরও পড়ুন-এত শান্তিপূর্ণ নির্বাচন আগে হয়নি, সকালে ভোট দিয়ে দাবি BJP-র তারকা প্রচারক Mithun-র


বুধবার কর্ণাটকে(Karnataka) একদিনে করোনা আক্রান্ত হন ৩৯,০৪৭ জন। মৃত্যু হয়েছে ২২৯ জনের। শুধুমাত্র বেঙ্গালুরু শহর এলাকাতেই আক্রান্ত হন ২২,৫৯৬ জন। এমন এক পরিস্থিতিতে ওই ৩০০০ করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে ঘুম ছুটেছে পুলিসের।


এদিকে, রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর  জনিয়েছেন, করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার বিষষয়টি নতুন  কিছু নয়। গত বছরও এমন ঘটনা ঘটেছিল। কিন্তু ওইসব রোগী তাদের মোবাইল বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে।  বিষয়টি বেশ উদ্বেগের।


আরও পড়ুন-মালদহে ভোটের দায়িত্বে করোনা আক্রান্ত এক আশাকর্মী!


অন্যদিকে, কর্ণাটকে করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহেই ১৪ দিনের লকডাউন(Lockdown) ঘোষণা করেছে রাজ্য সরকার। মানুষের চলাচল রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যেই এই বিপত্তি। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫,০৩৬ জনের।