কংগ্রেসই দুর্নীতি দমনে কঠোর, দাবি রাহুল গান্ধীর
Describing corruption as the biggest issue that is “bleeding people” of India, Congress vice-president Rahul Gandhi on Saturday said the situation was unacceptable and that is why the Congress-led UPA government pushed for the passage of the Lokpal Bill in Parliament.
দুর্নীতি ইস্যুতে কোণঠাসা কংগ্রেস। অথচ লোকসভা ভোটের আগে সেই দুর্নীতিকেই এখন সবথেকে বড় ইস্যু করতে চাইছে তারা। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর দাবি, তাদের আমলেই দুর্নীতির বিরুদ্ধে সবথেকে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০১৪ লোকসভা নির্বাচনে বড় ইস্যু দুর্নীতি। মানছেন কংগ্রেস নম্বর টু। এ দিন রাহুল বলেন যেভাবে দুর্নীতি লাগাম ছাড়া হারে বাড়ছিল, তাতে লাগাম পড়ানো জরুরী হয়ে পড়েছিল। তাই কংগ্রেস লোকপাল বিল পাস করিয়েছে বলে দাবি করেন তিনি।
এফ আই সি সি আই এর একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, "সবচেয়ে বড় ইস্যু দুর্নীতি। এটা মানুষকে সমস্যায় ফেলেছিল। এটা মেনে নেওয়া যাচ্ছিল না।"