কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ জয়ন্তী নটরাজনের, যোগ দিচ্ছেন রাহুলের ২০১৪ বাহিনীতে

Jayanthi Natarajan resigned today as Minister of State for Environment and Forests as part of a shake-up within senior Congress leadership said to be triggered by party vice-president Rahul Gandhi. Sources said Jayanthi Natarajan has been asked to return to party work ahead of general elections, due by May next year.

Updated By: Dec 21, 2013, 01:40 PM IST

কেন্দ্রীয় পরিবেশ ও বন দফতরের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জয়ন্তী নটরাজন। কংগ্রেস সূত্রে খবর ২০১৪ লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক কাজে যোগ দেওয়ার জন্য তিনি শুক্রবার ইস্তফা দিয়েছেন। নটরাজনের এখন কাজ রাহুল বাহিনীতে যোগ দেওয়া।

দলীয় সূত্রে জানানো হয়েছে, মে মাসের লোকসভা নির্বাচনের কাজের জন্য নটরাজনকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে ইউপিএ ক্যাবিনেটের আরও বেশকিছু মন্ত্রী ইস্তফা দেবেন বলে মনে করা হচ্ছে।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে হার হয়েছে, তারপর লোকসভা নির্বাচন নিয়ে কোমর বেঁধে নামতে চাইছে কংগ্রেস। রাজনৈতিক মহলের দাবি নির্দেশটা এসেছে একেবারে ১০ জনপথ থেকে। বিধানসভা ভোটে মাটি হারিয়ে লোকসভা ভোটকে পাখির চোখ করছে কংগ্রেস।

.