বিহারে হ্যাটট্রিক নীতীশের, প্রত্যাশার সব পারদ ছাপিয়ে মহাজোটের ম্যাজিক, ম্যান অফ দি ম্যাচ লালু, বিজেপি বিপর্যস্ত, মোদী হাওয়া উধাও

Updated By: Nov 9, 2015, 08:25 AM IST
বিহারে হ্যাটট্রিক নীতীশের, প্রত্যাশার সব পারদ ছাপিয়ে মহাজোটের ম্যাজিক, ম্যান অফ দি ম্যাচ লালু, বিজেপি বিপর্যস্ত, মোদী হাওয়া উধাও

মোট আসন-২৪৩/২৪৩, মহাজোট (নীতীশ+লালু+কংগ্রেস)= ১৭৬, বিজেপি জোট= ৬০, অন্যান্য-৭

জেনে নিন কোন দল কটি আসনে এগিয়ে/জয়ী জানতে এখানে ক্লিক করে

'সিঙ্গল লার্জেস্ট পার্টি' হয়ে লালুর প্রত্যাবর্তন

বিহারের আগের দুই নির্বাচনের ফলাফল এক নজরে

 

'মিশন'  পাটনা
পটনার কুর্সি কে নেবে, তা নিয়ে জোর জল্পনা।  টিভি চ্যানেলে ভোটের ট্রেন্ডে  মিনিটে মিনিটে অদলবদল, ওঠাপড়া। বদলে গেছে ভোটের ট্রেন্ড। এ যেন  সাপ-লুডোর খেলা।

ওলোটপালোট
-----------
কখনও নীতিশের মহাজোটকে ব্যাকফুটে ফেলে এগিয়ে গেছে মোদীর এনডিএ জোট। পরক্ষণেই এনডিএকে ড্রিবল করে এগিয়ে গেছে নীতিশদের  মহাজোট।

আমরা সবাই রাজা...
উন্মাদনা, উচ্ছাস এমন পর্যায়ে পৌছয় যে, রেজাল্ট আউটের আগেই দুই শিবিরেই শুরু হয়ে যায় বিজয় উত্‍সব।
দুপক্ষই জয় নিয়ে  চুড়ান্ত আশাবাদী । দুপক্ষই বলেছে হাম কিসিসে কম নেহি।
টু উইনডো সেলিব্রেশন শটস

ওস্তাদের মার শেষ রাতে
--------------
সকাল দশটা
ভোট গণনার ফার্স্ট ইনিংসে বিজেপি এগিয়ে থাকলেও স্লগ
ওভারে দুরন্ত কামব্যাক মহাজোটের। বিজেপিকে  পিছনে ফেলেছে  নীতীশ-লালুর মহাজোট।  

কিস্তিমাত
--------
সকাল সাড়ে দশটা
পাটনার কুর্সি কার দখলে যাচ্ছে তার ছবি স্পষ্ট হয়ে যায়।  হ্যাটট্রিক নিশ্চিত করে ফেললেন নীতীশ।  

 

.