কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে যাচ্ছে দেশ, স্বীকারোক্তি প্রধানমন্ত্রীর
কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ কারণও তার মধ্যে উল্লেখযোগ্য। সংসদে বিবৃতি পেশ করার জন্য বিরোধীদের চাপের মুখে আজ রাজ্যসভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ কারণও তার মধ্যে উল্লেখযোগ্য। সংসদে বিবৃতি পেশ করার জন্য বিরোধীদের চাপের মুখে আজ রাজ্যসভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে আরবিআই বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে দু টাকা ২৫ পয়সা। সেনসেক্সও কিছুটা চাঙ্গা হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি সোনা কেনার জন্য ব্যাঙ্কগুলিকে ক্ষমতা দেওয়ার ব্যাপারে কেন্দ্র ভাবনাচিন্তা করছে বলে আরবিআই সূত্রে খবর।
আর্থিক বিনিয়োগের প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বদল, সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতির মতো একাধিক আন্তর্জাতিক কারণের পাশাপাশি দেশের বেশ কিছু অভ্যন্তরীণ বিষয়ও জাতীয় অর্থনীতির বিপর্যয়ের কারণ। বিরোধীদের ক্রমাগত চাপের মুখে বৃহস্পতিবার রাজ্যসভায় এ কথা স্বীকার করে
নিলেন প্রধানমন্ত্রী।
কিন্তু অভ্যন্তরীণ কারণগুলি কী, সে কথা তিনি স্পষ্ট করেননি। শুক্রবার এ নিয়ে বিশদে
বিবৃতি দেবেন বলে জানিয়েছেন মনমোহন সিং। কিন্তু বিরোধীদের অভিযোগের আঙুল কেন্দ্রের দুর্নীতির দিকে।
এই অবস্থায় বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে সরাসরি ডলার কেনার অনুমতি দেওয়ায় বৃহস্পতিবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে দু টাকা ২৫ পয়সা। ফলে বৃহস্পতিবার বাজার বন্ধের সময় এক ডলারের দাম দাঁড়ায় ৬৬ টাকা ৫৫ পয়সা। সেনসেক্স সূচক বেড়েছে ৪০৫ পয়েন্ট। এই অবস্থায় সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি সোনা কেনার জন্য ব্যাঙ্কগুলিকে ক্ষমতা দেওয়ার ব্যাপারে কেন্দ্র ভাবনাচিন্তা করছে বলে আরবিআই সূত্রে খবর। তবে খাদ্য সুরক্ষা বিল কার্যকর হলে যে অর্থনীতির মুখ থুবড়ে পড়ার কোনও আশঙ্কা নেই, আজ সে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর যুক্তি, অর্থনীতিকে প্রভাবিত করতে পারে এমন কোনও নতুন সংশোধনী বিলে আনা হয়নি।