দলের ইশতাহারে বিকল্প নীতির পক্ষে সওয়াল সিপিআইএম-এর
ক্ষমতাচ্যুত করতে হবে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে। বিজেপির ক্ষমতায় আসা ঠেকাতে হবে। শক্তিশালী করতে হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বিকল্পকে। লোকসভা নির্বাচনের উপলক্ষ্যে প্রকাশিত সিপিআইএমের ইশতাহারে মূল গুরুত্ব দেওয়া হয়েছে এই তিনটি বিষয়ে। বামেদের ছাড়া জাতীয় স্তরে কোনও ফেডারাল ফ্রন্ট গঠন সম্ভব নয় বলে দাবি করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।
-------------------------------------------
ক্ষমতাচ্যুত করতে হবে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে। বিজেপির ক্ষমতায় আসা ঠেকাতে হবে। শক্তিশালী করতে হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বিকল্পকে। লোকসভা নির্বাচনের উপলক্ষ্যে প্রকাশিত সিপিআইএমের ইশতাহারে মূল গুরুত্ব দেওয়া হয়েছে এই তিনটি বিষয়ে। বামেদের ছাড়া জাতীয় স্তরে কোনও ফেডারাল ফ্রন্ট গঠন সম্ভব নয় বলে দাবি করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।
কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে হবে। একইসঙ্গে, সাম্প্রদায়িক বিজেপির ক্ষমতায় আসা ঠেকাতে হবে। কারণ, আর্থিক নীতির প্রশ্নে এই দুই দলের মধ্যে কোনও ফারাক নেই। বলছে, সিপিআইএমের নির্বাচনী ইশতাহার।
দলের ইশতাহারে বিকল্প নীতির পক্ষে সওয়াল করেছে সিপিআইএম। বলা হয়েছে, সার্বিক গণবণ্টন ব্যবস্থায় প্রতিটি পরিবারকে মাসে দু-টাকা কেজি দরে ৩৫ কেজি খাদ্যশস্য দিতে হবে।
মুদ্রাস্ফীতি মোকাবিলায় ফিরিয়ে আনতে হবে পেট্রোপণ্যের দামে সরকারি নিয়ন্ত্রণ।
বন্ধ করতে হবে কৃষিজাত দ্রব্যের আগাম লেনদেন।
করের টাকার ৫০ শতাংশ রাজ্যগুলিকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে সিপিআইএম।
জমি মালিক ও জমির ওপর নির্ভরশীলদের সম্মতি এবং উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন ছাড়া জমি অধিগ্রহণ করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে ইশতাহারে।
বলা হয়েছে, জমির উর্ধ্বসীমা আইন শিথিল করা যাবে না। ভূমিহীনদের পাট্টা দেওয়ার মাধ্যমে দ্রুত রূপায়ণ করতে হবে ভূমি সংস্কার কর্মসূচি।
আইনসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ, সংখ্যালঘুদের জন্য সাব-প্ল্যান, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ কার্যকর করার কথাও বলা হয়েছে সিপিআইএমের ইশতাহারে।
জোর দেওয়া হয়েছে স্বাধীন বিদেশ নীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের ওপর।
সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার ছাড়পত্র ছাড়া রাজ্যভাগ না করা, আইনের চোখে সমকামিতাকে অপরাধ হিসাবে না দেখার কথাও বলা হয়েছে সিপিআইএমের ইশতাহারে। ইশতাহার প্রকাশ অনুষ্ঠানে একদিকে বিকল্প নীতির পক্ষে সওয়াল করেছেন প্রকাশ কারাট। অন্যদিকে, বামেদের নেতৃত্বাধীন তৃতীয় বিকল্পের শুরুতেই হোঁচট খাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।
পশ্চিমবঙ্গে সিপিআইএম ভালো ফল করবে বলেও আশাবাদী প্রকাশ কারাট। বুধবার, সিপিআইএমের নির্বাচনী ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।