এনডিএ-তে চিড়? উপনির্বাচনে খারাপ ফলের পরই শরিকি দোষারোপ

উলটো সুর নীতীশের দলের। উপনির্বাচনে খারাপ ফলের জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলল জেডিইউ।

Updated By: May 31, 2018, 08:02 PM IST
এনডিএ-তে চিড়? উপনির্বাচনে খারাপ ফলের পরই শরিকি দোষারোপ

নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনে পরাজয়ের পর বিজেপিকে কাঠগড়ায় তুলল জোটসঙ্গী জেডিইউ। নীতীশ কুমারের দলের দাবি, পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির খেসারত দিতে হয়েছে তাদের। 

সংবাদসংস্থা এএনআই-কে জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেন, ''পেট্রোপণ্যে ক্রমাগত দামবৃদ্ধির জেরেই এই ফল। গোটা দেশজুড়ে অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। শীঘ্রই দামবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।''  

বিহারে জোকিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জেতা আসন হারিয়েছে নীতীশের জেডিইউ। এই আসনে ৪০ হাজারেরও বেশি ভোটে জিতেছে লালুপুত্র তেজস্বীর নেতৃত্বাধীন আরজেডি। বর্তামানে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে লালুপ্রসাদ যাদব। তা সত্ত্বেও এই জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়েছে লালুপুত্র তেজস্বী যাদবের। তাঁর কথায়, ''রাম নবমীর সময়ে ২ লক্ষ তলোয়ার তৈরি করেছিলেন নীতীশ। তার পুরস্কার জনতা দিয়েছে।''  

উল্লেখ্য, গতবছর মহাজোট ছেড়ে মোদীর সঙ্গে হাত মেলান নীতীশ কুমার। তারপর থেকে একের পর এক নির্বাচনে হেরেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, নীতীশের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে জেডিইউ-র অন্দরে। আর এদিন কেসি ত্যাগীর মন্তব্যে ইঙ্গিত মিলল, বিজেপি বিরোধিতার ফল ভোগ করতে হচ্ছে নীতীশের দলকে। 

উল্লেখ্য, ইতিমধ্যে এনডিএ ছেড়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। অন্যদিকে, দীর্ঘ দিন ধরে বিজেপিকে কড়া বার্তা দিয়ে চলেছে শিবসেনা। এমতাবস্থায় নীতীশ কুমারের দলের এমন মন্তব্য নিঃসন্দেহে শাসক শিবিরে ভাঙনের আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন একাংশের পর্যবেক্ষরা। 

আরও পড়ুন- কর্ণাটক বিজেপির হাতছাড়া হতেই সিবিআই নিশানায় 'কংগ্রেসের আশ্রয়দাতা'

.