মাওবাদী হামলায় মৃত শহীদ জওয়ানদের ইউনিফর্ম উদ্ধার ডাস্টবিন থেকে

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের ইউনিফর্ম উদ্ধার হল ডাস্টবিন থেকে! বুধবার একটি হাসপাতাল পার্শ্ববর্তী ডাস্টবিনে পাওয়া গেল এই শহীদ জওয়ানদের রক্তাক্ত পোশাক ও জুতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে ছত্তিসগড় সরকারের কাছে জবাবদিহি চেয়ে পাঠিয়েছে।

Updated By: Dec 4, 2014, 01:31 PM IST
মাওবাদী হামলায় মৃত শহীদ জওয়ানদের ইউনিফর্ম উদ্ধার ডাস্টবিন থেকে

ওয়েব ডেস্ক: ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের ইউনিফর্ম উদ্ধার হল ডাস্টবিন থেকে! বুধবার একটি হাসপাতাল পার্শ্ববর্তী ডাস্টবিনে পাওয়া গেল এই শহীদ জওয়ানদের রক্তাক্ত পোশাক ও জুতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে ছত্তিসগড় সরকারের কাছে জবাবদিহি চেয়ে পাঠিয়েছে।

অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল অফ পুলিস আর কে রাজীব সংবাস সংস্থাকে জানিয়েছেন ''নিয়মানুযায়ী পোস্টমর্টেমের পর নিহতদের জিনিসপত্র  ফিরিয়ে দেওয়া হয়। কিছু ইউনিফর্ম তার পরেও পরে আছে খবর পেয়ে সিআরপিএফ আধিকারিকদের তা সংগ্রহ করতে বলা হয়েছিল।''

সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষইয়ে তদন্ত শুরু হয়েছে।

যে হাসপাতালের পাশ থেকে ইউনিফর্মগুলি উদ্ধার হয়েছে তার ডিন এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন।

সোমবার মাওবাদী হামলায় ছত্তিসগড়ের সুখনায় ১৪ জন সিআরপিএফ জওয়ান খুন হন।

 

 

 

.