অভিমুখ বদলাচ্ছে অক্ষি, আশঙ্কার প্রহর গুনছে মুম্বই, গুজরাট

 ‘অক্ষি’র চোখরাঙানিতে কাঁপছে তামিলনাড়ু, কেরল। এবার ঘূর্ণিঝড় অক্ষির শ্যেন দৃষ্টি পড়তে চলেছে মুম্বই, গুজরাটের ওপর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়  ‘অক্ষি’র অভিমুখ বদলে গুজরাট, মুম্বইয়ের দিকে হয়ে যাবে।

Updated By: Dec 2, 2017, 08:04 PM IST
অভিমুখ বদলাচ্ছে অক্ষি, আশঙ্কার প্রহর গুনছে মুম্বই, গুজরাট

নিজস্ব প্রতিবেদন:  ‘অক্ষি’র চোখরাঙানিতে কাঁপছে তামিলনাড়ু, কেরল। এবার ঘূর্ণিঝড় অক্ষির শ্যেন দৃষ্টি পড়তে চলেছে মুম্বই, গুজরাটের ওপর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়  ‘অক্ষি’র অভিমুখ বদলে গুজরাট, মুম্বইয়ের দিকে হয়ে যাবে।

আরও পড়ুন: ৭ বছরের ছাত্রীকে ওরাল সেক্স করতে বাধ্য করত প্রিন্সিপাল!

অক্ষির দাপট কমলেও এখন নাছোড় বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, কেরল উপকূল।তামিলনাড়ুর কন্যাকুমারী ও তিরুনেলভেলির অবস্থা সবথেকে খারাপ। ঝড়ে সমুদ্রে আটকে পড়া ৫৩১ জন মত্স্যজীবীদের মধ্যে ৩৯৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।

তবে এখনও নিখোঁজ তামিলনাড়ুর ৬০ জন মত্স্যজীবী। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। ঝড়ে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষদ্বীপও। ঝড়ে বহু বাড়ি ভেঙে গিয়েছে। গাছ উপড়ে পড়ায় মৃত্যু হয়েছে অনেকের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীকে ফোন করে সাহায্যের সবরকম আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন: ফের নিম্নচাপের পূর্বাভাস, মাটি হতে পারে বাঙালির চড়ুইভাতির আনন্দ, লেপের আমেজ

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দুদিন আগে পর্যন্ত অক্ষি লক্ষদ্বীপের মিনিকয়ের উত্তর-উত্তর পূর্বে অবস্থান করছিল। এখন অভিমুখ পরিবর্তন করছে অক্ষি। লক্ষদ্বীপের ওপর দিকে এবার মুম্বই, গুজরাটের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়। আগাম সতর্কতা জারি করা হয়েছে।

.