শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে 'yaas', উড়িষ্যা বর্ডারে নাকা চেকিং

আর কয়েক ঘণ্টার ব্যবধানে দাঁতন উড়িষ্যা বর্ডারের বালেশ্বর জেলায় ইয়াস আছড়ে পড়তে চলেছে।

Updated By: May 25, 2021, 02:44 PM IST
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে 'yaas', উড়িষ্যা বর্ডারে নাকা চেকিং
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে 'ইয়াস'(Cyclone Yaas)। ইতিমধ্যেই জলস্তর বাড়তে শুরু করেছে। আর কয়েক ঘণ্টার ব্যবধানে দাঁতন উড়িষ্যা বর্ডারের বালেশ্বর জেলায় ইয়াস আছড়ে পড়তে চলেছে। আর সেই কারণে বাংলা উড়িষ্যার বর্ডার টোলপ্লাজায় চলছে জোরদার নাকা চেকিং। 

পশ্চিমবঙ্গ ও ওড়িশা- এই দুই রাজ্যের পুলিস আধিকারিকরা ব্যস্ত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলতে। ইতিমধ্যে বাংলা থেকে উড়িষ্যার পথে যাওয়া গাছ আটকে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, ইয়াস মোকাবিলায় কলকাতা বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর! তৈরি রেসপন্স টিম

অত্যাবশ্যকীয় গাড়ি ছাড়া কোন যানবাহনকেই যেতে দেওয়া হচ্ছে না। নজরদারি রেখেছেন প্রশাসনের কর্তারা। এর পাশাপাশি মঙ্গলবার দাঁতনের ত্রাণশিবিরেও গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস সুপার দিনেশ কুমার। তিনি সরোজমিনে দাঁতনের পরিস্থিতি খতিয়ে দেখছেন। 

প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০৩১ টি ত্রাণশিবিরে ১ লক্ষ ৪৪ হাজার বেশি মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে এলাকায় ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলছে।

.