কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ল ১০ শতাংশ

লোকসভা ভোটের মুখে ফের একদফা মহার্ঘভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা হতে পারে। এর ফলে মহার্ঘভাতা বেড়ে হবে ১০০ শতাংশ। লাভবান হবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৩০ লক্ষ পেনশনভোগী।

Updated By: Feb 2, 2014, 01:42 PM IST

লোকসভা ভোটের মুখে ফের একদফা মহার্ঘভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা হতে পারে। এর ফলে মহার্ঘভাতা বেড়ে হবে ১০০ শতাংশ। লাভবান হবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৩০ লক্ষ পেনশনভোগী।

তবে ১০০ শতাংশ মহার্ঘভাতা নয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের দাবি, বেতন কাঠামোর সংস্কার। মহার্ঘভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা। বেতন কাঠামো সংস্কারের দাবিতে আগামী দোসরা ফেব্রুয়ারি দেশজুড়ে দুদিনের ধর্মঘটেও যাচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের সংগঠন।

Tags:
.