দুঃসাহসিক: ৭ বছরের মেয়েকে ব্যস্ত রাস্তায় স্কুটি চালানো শেখাচ্ছেন বাবা
১৮ বছর না হলে মিলবে না ভোটের অধিকার। অর্থাৎ ১৮ বছরের নিন্মে যেকনোও নাগরিকই অপ্রাপ্ত বয়স্ক। আর অপ্রাপ্ত বয়স্কদের মিলবে না ড্রাইভিং লাইসেন্স। ভারতের সংবিধান ও আইন এমনটাই। কথায় আছে, 'আইন তৈরিই হয়, ভাঙার জন্য'। তেমনই এক নজির দেখালো হায়দ্রাবাদের 'সুপার ড্যাড'। ৭ বছরের মেয়েকে নিয়ে হলিডে ড্রাইভ। না, বাবা চালক নন, চালক ৭ বছরের ছোট্ট মেয়ে, আর আরোহী হয়েছেন কিশোরীর বাবা। ব্যস্ত রাস্তায় এক্সিলেটরে চাপ দিয়ে বাড়ছে গতি, ছুটছে স্কুটি, মেয়ের মাথায় হেলমেট, বাবার ওসবের বালাই নেই। মেয়ে স্কুটি থেকে পা পায় না মাটিতে, কিন্তু স্কুটির পাঠশালায় নয় নয় করে হয়ে গেল ৩ বছর। ৪ বছর বয়সে যে স্কুটিতে বসে ছবি তুলতে পছন্দ করত সে, সেই স্কুটি নিয়েই রাস্তাকে শাসন করতে করতে কাটিয়ে দিয়েছেন ৩ বছর। আর এই দুঃসাহসিকতার পিছনে ইন্ধন জুগিয়েছেন তাঁর বাবাই। এ কথা হাসি মুখেই স্বীকার করেছেন কিশোরীর বাবা। ভয় লাগে না স্কুটি চালাতে? এই প্রশ্নের উত্তরে কিশোরীর উত্তর, "মজা আতা হে"।
ওয়েব ডেস্ক: ১৮ বছর না হলে মিলবে না ভোটের অধিকার। অর্থাৎ ১৮ বছরের নিন্মে যেকনোও নাগরিকই অপ্রাপ্ত বয়স্ক। আর অপ্রাপ্ত বয়স্কদের মিলবে না ড্রাইভিং লাইসেন্স। ভারতের সংবিধান ও আইন এমনটাই। কথায় আছে, 'আইন তৈরিই হয়, ভাঙার জন্য'। তেমনই এক নজির দেখালো হায়দ্রাবাদের 'সুপার ড্যাড'। ৭ বছরের মেয়েকে নিয়ে হলিডে ড্রাইভ। না, বাবা চালক নন, চালক ৭ বছরের ছোট্ট মেয়ে, আর আরোহী হয়েছেন কিশোরীর বাবা। ব্যস্ত রাস্তায় এক্সিলেটরে চাপ দিয়ে বাড়ছে গতি, ছুটছে স্কুটি, মেয়ের মাথায় হেলমেট, বাবার ওসবের বালাই নেই। মেয়ে স্কুটি থেকে পা পায় না মাটিতে, কিন্তু স্কুটির পাঠশালায় নয় নয় করে হয়ে গেল ৩ বছর। ৪ বছর বয়সে যে স্কুটিতে বসে ছবি তুলতে পছন্দ করত সে, সেই স্কুটি নিয়েই রাস্তাকে শাসন করতে করতে কাটিয়ে দিয়েছেন ৩ বছর। আর এই দুঃসাহসিকতার পিছনে ইন্ধন জুগিয়েছেন তাঁর বাবাই। এ কথা হাসি মুখেই স্বীকার করেছেন কিশোরীর বাবা। ভয় লাগে না স্কুটি চালাতে? এই প্রশ্নের উত্তরে কিশোরীর উত্তর, "মজা আতা হে"।
Caught on camera: 7-year-old drives scooter on busy Hyderabad road https://t.co/M1jxSZfcp1https://t.co/4m6FvwSgxR
— NDTV (@ndtv) April 15, 2016
তথ্যসূত্র-NDTV