মোদী শকুনি, রামদেব ক্যাপিটালিস্ট, কটাক্ষ লালু প্রসাদ যাদবের

একে গরম, তার ওপর যেন ফোসকা! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লালু প্রসাদ যাদবের কটাক্ষ, "নরেন্দ্র মোদী ভারতের জন্য একটি শকুনি"।

Updated By: Apr 15, 2016, 02:04 PM IST
মোদী শকুনি, রামদেব ক্যাপিটালিস্ট, কটাক্ষ লালু প্রসাদ যাদবের
ফাইল ছবি

ওয়েব ডেস্ক: একে গরম, তার ওপর যেন ফোসকা! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লালু প্রসাদ যাদবের কটাক্ষ, "নরেন্দ্র মোদী ভারতের জন্য একটি শকুনি"।

শুধু মোদীই নন,  রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের কটাক্ষ থেকে রেহাই পাননি রামদেব বাবাও। লালু প্রসাদ বলেন, "রামদেব একজন ক্যাপিটালিস্ট ইনডাস্ট্রিইয়ালিস্ট"। এর সঙ্গেই তিনি আরও যুক্ত করেন, "রামদেব একসময় মুলায়ম সিং যাদবের প্রশংসা করতেন, এখন নরেন্দ্র মোদী ও বিজেপির প্রশংসা করেন"। লালু প্রসাদ যাদবের নিশানা থেকে বাদ পড়েননি আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বি আর আম্বেদকরের জন্মদিনে "গ্রাম উদয় ও ভারত উদয়" প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। লালু "গ্রাম উদয় ও ভারত উদয়" প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণাকে কটাক্ষ করে বলেছেন, "এর লক্ষ্য আসলে উত্তর প্রদেশের ভোট। ভোট ভাগ করে ফায়দা তুলতেই এই প্রকল্প"।

 

.