কীসের দাম বাড়ল, কীসের কমল

সংসদে পেশ হল ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেট। এক নজরে দেখে নেব কোন জিনিসের দাম বাড়ল আর কোন জিনিসের দাম কমল।

Updated By: Feb 28, 2013, 02:12 PM IST

সংসদে পেশ হল ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেট। এক নজরে দেখে নেব কোন জিনিসের দাম বাড়ল আর কোন জিনিসের দাম কমল।
দাম বাড়ল-
সিগারেট, সিগার ও চুরুট
দামি গাড়ি, মোটর সাইকেল ও প্রমোদ তরণী
এসইউভি(স্পোর্টস ইউটিলিটি ভেহিকল)
সেট টপ বক্স
শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাওয়ার খরচ
মার্বল
২০০০টাকার ওপর মোবাইল ফোনের দাম
র সিল্ক
দাম কমল-
হ্যান্ডমেড কার্পেট
ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহন
চামড়া ও চামড়ার তৈরি দ্রব্য
মূল্যবান পাথর(
প্রেসাস ও সেমি প্রেসাস স্টোনস)
রাইস ব্র্যান তেল
রেডিমেড পোশাক

এবার থেকে পুরুষ যাত্রীদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা মূল্যের ও মহিলা যাত্রীদের ক্ষেত্রে ১ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হবে না।

.