ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে

দিল্লিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ষোলোজনের মৃত্যু হল। আহত পঞ্চাশজনেরও বেশি। পূর্ব দিল্লির নন্দনগরীর ই-২ ব্লকে একটি কম্যুনিটি সেন্টারে বৃহন্নলাদের একটি সম্মেলন চলছিল।

Updated By: Nov 20, 2011, 11:03 PM IST

দিল্লিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ষোলোজনের মৃত্যু হল। আহত পঞ্চাশজনেরও বেশি। পূর্ব দিল্লির নন্দনগরীর ই-২ ব্লকে একটি কম্যুনিটি সেন্টারে বৃহন্নলাদের একটি সম্মেলন চলছিল। হঠাতই কম্যুনিটি সেন্টারে আগুন লেগে যায়। সেসময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় পাঁচহাজার বৃহন্নলা। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগে। সারা ভারতের বৃহন্নলাদের নিয়ে সম্মেলন শুরু হওয়ার কথা ছিল সোমবার থেকে। রবিবার সন্ধ্যায় প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখন নাচ গান করছিলেন সম্মেলনে উপস্থিত মানুষজন। হঠাত্‍ই আঁধার ঘনিয়ে আসে নন্দনগরীর ই-টু ব্লকের কমিউনিটি সেন্টারে। চারিদিক থেকে ধোঁয়া আর ধোঁয়া। তরিঘরি বেরোতে গিয়ে বিপত্তি। অনেকে লুটিয়ে পড়েন মাটিতে। কেউ কেউ বেরিয়ে আসতে পারলেও, ভিতরেই জীবন্ত ভস্মীভূত হন অনেকেই। প্রাথমিক তদন্তে প্রশাসনের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন। সম্মেলনের প্রতিনিধিদের জন্য তাঁবুতেই রান্নার ব্যবস্থা হয়েছিল। সেখানে মজুত রাখা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে এসে আগুন ভয়াবহ আকার নেয়। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলন করার আগে, তাঁদের থেকে কোন অনুমতিই নেওয়া হয়। অগ্নিকাণ্ডের পর পুলিসি অব্যবস্থার বিরুদ্ধে সরব হন বৃহন্নলাদের একাংশ। আহতদের গুরু তেগবাহাদুর হাসপাতাল এবং এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে।

.