শেষ হল আডবানীর জনচেতনা যাত্রা
সংসদের শীতকালীন অধিবেশনে দুর্নীতি ইস্যুতে বিজেপি যে সরকারকে চেপে ধরতে কসুর করবে না, ফের একবার তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল।
সংসদের শীতকালীন অধিবেশনে দুর্নীতি ইস্যুতে বিজেপি যে সরকারকে চেপে ধরতে কসুর করবে না, ফের একবার তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। দিল্লির রামলীলা ময়দানে লালকৃষ্ণ আডবাণী ঘোষণা করলেন, অধিবেশনের শুরুতেই এনডিএ সাংসদরা বিবৃতি দিয়ে জানাবেন, বিদেশি ব্যাঙ্কে তাঁদের কোনও গোপন অ্যাকাউন্ট নেই। আস্থাভোটে ঘুষকাণ্ডে জামিনে মুক্ত দলের দুই প্রাক্তন সাংসদকে মঞ্চে হাজির করে আডবাণী বুঝিয়ে দিয়েছেন, এই ইস্যুতেও মঙ্গলবার থেকে উত্তপ্ত হয়ে উঠবে সংসদ। বিহারের সিতাবদিয়ারা থেকে শুরু হয়ে দিল্লির রামলীলা ময়দানে শেষ হল লালকৃষ্ণ আডবাণীর জনচেতনা যাত্রা। রথযাত্রা শেষে আডবাণী সহ বিজেপি শীর্ষ নেতাদের উপস্থিতিতে জনসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, এনডিএ-এর অন্যান্য দলের নেতারাও। বিদেশি ব্যাঙ্কে কালো টাকা আছে এমন ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান আডবাণী। মূল্যবৃদ্ধি ও দুর্নীতি ইস্যুতে ইউপিএ সরকারকে ফের কাঠগড়ায় তুলেছেন প্রবীণ বিজেপি নেতা। আস্থাভোটে ঘুষকাণ্ডে জামিনে মুক্ত দুই প্রাক্তন বিজেপি সাংসদ মহাবীর ভাগোড়া, ফগ্গন সিং কুলস্থে ও সুধীন্দ্র কুলকার্নিকে মঞ্চে হাজির করেন আডবাণী। বিজেপির অভিযোগ, ঘুষকাণ্ড নিয়ে যাঁরা সরব হয়েছিলেন তাঁদেরই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই ইস্যুতেও যে সংসদে সরকারকে চেপে ধরা হবে, তা জানিয়ে দিয়েছেন দলীয় নেতারা। আস্থাভোটে ঘুষকাণ্ডে দলীয় নেতাদের জামিনের পর সোনিয়া গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান বিজেপি সভাপতি নীতীন গড়কড়ি। দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত নয় বিজেপিও। এনডিএ জমানার টেলিকম মন্ত্রী প্রমোদ মহাজনের আমলে স্পেকট্রাম বণ্টনে অনিয়মের তদন্তে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে সিবিআই। এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে দুর্নীতিকেই পাল্টা আক্রমণের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে বিজেপি।