`দিল্লি কা লাড্ডু`তে অরুচি! বিজেপি ত্যাগির ভূমিকায়, `আপ` সেই অটলই

দিল্লিতে সরকার গড়া নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার অব্যাহত। চার দিন হয়ে গেল তবু দিল্লিতে সরকার গঠনে উদ্যোগ দেখাচ্ছে না কোনও দলই। সব দলই বলছে, পহেলে আপ। এই পরিস্থিতিতে আজ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধনকে ডেকে পাঠিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। যদিও সকালে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় তিনি বিকেলে দেখা করতে পারবেন বলে জানিয়েছেন হর্ষবর্ধন। তবে সরকার গঠনে অনীহার কথা আগেই জানিয়ে দিয়েছে বিজেপি।

Updated By: Dec 12, 2013, 01:06 PM IST

--------------------------------------
দিল্লিতে সরকার গড়া নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার অব্যাহত। চার দিন হয়ে গেল তবু দিল্লিতে সরকার গঠনে উদ্যোগ দেখাচ্ছে না কোনও দলই। সব দলই বলছে, পহেলে আপ। এই পরিস্থিতিতে আজ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধনকে ডেকে পাঠিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। যদিও সকালে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় তিনি বিকেলে দেখা করতে পারবেন বলে জানিয়েছেন হর্ষবর্ধন। তবে সরকার গঠনে অনীহার কথা আগেই জানিয়ে দিয়েছে বিজেপি।

বিজেপি রাজি না হলে দ্বিতীয় পছন্দ হিসাবে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাত্‍ করে তাঁকে সরকার গঠনের আহ্বান জানাবেন গভর্নর। বিরোধী আসনে বসার কথা আগেই জানিয়েছে আপ। দুদলই নিজেদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনই হবে রাজধানীর ভবিতব্য।

এদিকে, বিজেপি-র বিধায়করা চাইছে দল আম আদমি পার্টিকে পিছনে থেকে সমর্থন করে সরকার গড়ার সুযোগ দিক।

.