স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বদল বৈঠকে তো ছিল কংগ্রেস, সনিয়াকে পালটা জাভড়েকরের
দিল্লি যখন জ্বলছে, তখন অমিত শাহ কী করছিলেন বলে প্রশ্ন করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির হিংসায় দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চেয়েছেন সনিয়া গান্ধী। তার পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কথায়,''সনিয়া গান্ধীর মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দাজনক। সব দলের উচিত শান্তি বজায় রাখার, তখন কেন্দ্রীয় সরাকরকে দোষারোপ করে নোংরা রাজনীতি করা করা হচ্ছে। হিংসা নিয়ে রাজনীতি অনুচিত।''
দিল্লি যখন জ্বলছে, তখন অমিত শাহ কী করছিলেন বলে প্রশ্ন করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী। জাভড়েকর বলেন,''ওরা জানতে চাইছে কোথায় ছিলেন অমিত শাহ। গতকালই সর্বদল বৈঠক করেছেন অমিত শাহ। সেখানে তো কংগ্রেসের নেতাও ছিলেন। পুলিসকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিসের মনোবলও বাড়িয়েছেন। কংগ্রেসের বক্তব্য পুলিসের মনোবলে ভাঙতে পারে।''
Union Minister & BJP leader Prakash Javadekar: Congress president Sonia Gandhi's statement is unfortunate & condemnable. At such times all parties should ensure that peace is maintained, blaming the government instead is dirty politics. Politicising this violence is wrong https://t.co/BngL9ZLeVE pic.twitter.com/z20bsw3eKH
— ANI (@ANI) February 26, 2020
এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে একাধিক প্রশ্ন তুলেছেন সনিয়া গান্ধী। জানতে চেয়েছেন, গত সপ্তাহ থেকে কী করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? চলতি সপ্তাহের শুরুতে কী করছিলেন? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখেও কেন আধা সেনা মোতায়েন হল না? কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে সনিয়া বলেন,'' দিল্লির হিংসার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওনার পদত্যাগ চাইছে কংগ্রেস। শান্তি ও সম্প্রীতি ফেরাতে মানুষের কাছে পৌঁছতে পারেনি প্রশাসন। এজন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ করেনি। এর পছিনে রয়েছে ষড়যন্ত্র। দিল্লিতে ভোটের সময় বিজেপি নেতাদের মন্তব্য ভয় ও ঘৃণার পরিবেশ তৈরি করেছিল।''
Congress Interim President Sonia Gandhi: The Centre and the Union Home Minister is responsible for the present situation in Delhi. The Union Home Minister should resign. https://t.co/kH3JFsABpw
— ANI (@ANI) February 26, 2020
দিল্লিতে আধা সেনা ডাকার পরও থামছে না হিংসা। ৩৫ কোম্পানি থেকে আধা সেনা বাড়িয়ে করা হয়েছে ৪৫ কোম্পানি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪।
আরও পড়ুন- তুমি-আমি নীরব-বধির, দিল্লির হিংসা নিয়ে ৩টি ভাষায় কবিতা লিখলেন মমতা