নোট বাতিলের পর পুরনো নোট বদলাতে এটাই করেছিলেন রঘুরাম রাজন

Updated By: Sep 8, 2017, 08:46 PM IST
নোট বাতিলের পর পুরনো নোট বদলাতে এটাই করেছিলেন রঘুরাম রাজন

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর বাতিল হয়েছিল ৫০০ ও ১,০০০-এর নোট। তারপর পুরনো নোট জমা দিতে ব্যাঙ্কের সামনে লাইন দাঁড়িয়েছিলেন দেশবাসী। শুধুমাত্র সাধারণ মানুষই নন, এমনকী নোট বাতিলের পর পুরনো নোট বদলাতে সমস্যায় পড়েছিলেন খোদ রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও।  

সম্প্রতি প্রকাশিত হয়েছে রঘুরাম রাজনের লেখা বই I Do What I DO। সেই বইয়ের প্রচারে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ‌রাজন ফের বলেন, 'নোট বাতিলের পক্ষে ছিলেন না। দীর্ঘমেয়াদি লাভের চেয়ে স্বল্পমেয়াদি ঝক্কি অনেক বেশি বলে আঁচ করেছিলেন তিনি।'‍ 

কীভাবে নোট বাতিলের পর তিনি সমস্যায় পড়েছিলেন, সেই অভিজ্ঞতার কথাও বলেন রাজন। তিনি বলেন, 'নোট বাতিল ঘোষণা হওয়ার সময় আমি মার্কিন ‌যুক্তরাষ্ট্রে ছিলাম। আমার কাছে পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোট ছিল। সেগুলি বদলাতে দেশে ফিরতে হয়েছিল আমাকে।'‍

আরও পড়ুন, নোট বাতিলের সিদ্ধান্ত তিনি কখনই সমর্থন করেননি, মুখ খুললেন রাজন 

.