রাম রহিমের ডেরায় তল্লাশি চালিয়ে মিলল এই জিনিসগুলি

Updated By: Sep 8, 2017, 08:48 PM IST
রাম রহিমের ডেরায় তল্লাশি চালিয়ে মিলল এই জিনিসগুলি

ওয়েব ডেস্ক: ডেরা সচ্চা সওদার সদর দফতর থেকে উদ্ধার হল পুরনো নোট, রেজিস্ট্রেশন নম্বর ছাড়া লাক্সারি গাড়ি ও একাধিক হার্ড ডিস্ক। জোড়া ধর্ষণ মামলায় গুরমিত রাম রহিম জেলে ‌যাওয়ার পর আদালতের নির্দেশে ডেরা সচ্চা সওদায় তল্লাশি শুরু করেছে হরিয়ানা পুলিশ। 

বিশাল এলাকা জুড়ে সচ্চা সওদা ডেরায় তল্লাশি চালানোর পর কয়েকটি ঘর সিল করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর ওষুধ। আধা সামরিক বাহিনী ও পুলিশের নিরাপত্তায় তল্লাশি চালান বিভিন্ন দফতরের আধিকারিকরা। ডেরা থেকে পাওয়া গিয়েছে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া দামী গাড়ি, ওবি ভ্যান, ৭,০০০ টাকা মূল্যের পুরনো নোট, ১,২০০০ নগদ ও কিছু ওষুধপত্র। ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দলও। 

ডেরায় প্লাস্টিকের কয়েনও পাওয়া গিয়েছে। সেই মুদ্রায় সেখানে লেনদেন হত বলে মনে করা হচ্ছে। তবে এব্যাপারে এখনও নিশ্চিত হয়নি পুলিশ। 

আরও পড়ুন, কর্মীদের কঙ্কাল পুঁতে রাখা আছে রাম রহিমের ডেরায়, তল্লাশি শুরু হতেই মানল কর্তৃপক্ষ

 

 

.