'লকডাউনের সুযোগে একতরফা বিল পাস করাচ্ছে স্বৈরাচারী কেন্দ্র', তোপ ডেরেকের

"কোনও প্রশ্নোত্তর পর্ব নেই। জিরো হাওয়ারও অর্ধেক করা হয়েছে।"

Updated By: Sep 11, 2020, 08:43 PM IST
'লকডাউনের সুযোগে একতরফা বিল পাস করাচ্ছে স্বৈরাচারী কেন্দ্র', তোপ ডেরেকের
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের সুযোগ নিয়ে একতরফাভাবে বিল পাস করিয়ে নিচ্ছে 'স্বৈরাচারী' কেন্দ্র। মোদী সরকারকে বিঁধে আজ টুইটারে এভাবেই তোপ দাগলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

এদিন রাজ্যসভার টুইটার হ্যান্ডেলে প্রথমে একটি টুইট করা হয়। যেখানে উল্লেখ করা হয়েছে, সংসদের আসন্ন বাদল অধিবেশনে ২৩টি নতুন বিলের একটি তালিকা তৈরি করা হয়েছে। যেগুলি অধিবেশনে পেশের পর পাস করা হবে।

রাজ্যসভার টুইটার হ্যান্ডেলে এই তথ্য প্রকাশিত হওয়ার পরই তোপ দাগেন ডেরেক ও' ব্রায়েন। টুইটে তিনি লিখেছেন, "কোনও প্রশ্নোত্তর পর্ব নেই। জিরো হাওয়ারও অর্ধেক করা হয়েছে। আর এদিকে ১৭টা বিলের তালিকা বানানো হয়েছে, যেগুলি বাদল অধিবেশনে পাস করানো হবে। মাত্র ৬টা বিল স্ক্রুটিনির জন্য কমিটিতে পাঠানো হয়েছিল। এরসঙ্গেই আছে ১১টা সংশোধনী সহ আরও ২৩টা নতুন বিল।" 

উল্লেখ্য এই বিলের তালিকায় রয়েছে কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২০, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি বিল ২০২০, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি বিল ২০২০, সারোগেসি (রেগুলেশন) বিল ২০১৯, গর্ভপাত অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯, ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি বিল ২০১৯ প্রভৃতি। 

আরও পড়ুন, পুজোর আগেই চালু হতে পারে লোকাল ট্রেন, রাজ্যের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত

.