সংসদীয় দলনেতার পদে মুকুলের বদলে এলেন ডেরেক
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংসদীয় দলনেতার পদ থেকে মুকুল রায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল দল। ডেরেক ও'ব্রায়েনকে নতুন দলনেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের নীতি, বক্তব্য মেনেই দলে থাকতে হবে। দলের নির্দেশ মেনেই চলতে হবে। মুকুল রায়কে পত্রপাঠ জানিয়ে দেবে দল। কিন্তু বিভিন্ন বিজেপি নেতার সঙ্গে তলে তলে সম্পর্ক রাখছেন মুকুল রায়। গতকাল বিকেলে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও বৈঠক করেন তিনি। এটা যে দল ভালভাবে নিচ্ছে না, তা স্পষ্ট। তাই অত্যন্ত কড়া পদক্ষেপের পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দল।
রেল বাজেটের দিনে বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক করলেন মুকুল রায়। প্রায় পনেরো মিনিট মত কথা হয় দুজনের। ঠিক একদিন বাদেই সাধারণ বাজেট। এত ব্যস্ততার মধ্যেও মুকুল রায়ের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। স্বাভাবিকভাবেই এই বৈঠক ঘিরে শুরু হয় জল্পনা। কেন্দ্রীয় বাজেটের আগে রাজ্যের দাবিদাওয়া নিয়ে রাজ্যসভার সাংসদ এবং সংসদীয় দলনেতা হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন মুকুল রায়। কিন্তু যখন দলে তিনি প্রায় অপ্রাসঙ্গিক, যখন দলে তিনি থাকছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে, যখন তাঁর সঙ্গে দলনেত্রীর দূরত্ব ক্রমশ বাড়ছে সেই পরিস্থিতিতে এই বৈঠক উস্কে দেয় সেই সমস্ত জল্পনাকেই যা গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে।