দিল্লিতে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ১৭

বাজির গুদামের দুতলা বাড়ির মধ্যে আটকে পড়েন বহু মানুষ

Updated By: Jan 20, 2018, 10:51 PM IST
দিল্লিতে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ১৭

নিজস্ব প্রতিবেদন : দিল্লির বাওয়ানা শিল্পতালুকের তিনটি জায়গায় বিধ্বংসী আগুন লেগে মারা গেলেন কমপক্ষে ১৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার সন্ধ্যা ছটা নাগাদ তিনটি জায়গায় আগুন লাগার খবর আসে দমকলের কাছে। বলা হয়, বাওয়ানা শিল্পতালুকের সেক্টর ১ একটি প্লাস্টিক কারখানা, সেক্টর ৫ এক একটি বাজির গুদাম ও সেক্টর ৩ এর একটি তেলের গোডাউনে আগুন লেগেছে। তবে এখনও প‌র্যন্ত পাওয়া খবর অনু‌যায়ী মৃতদের সবাই সেক্টর ৫ এর বাজির গোডাউনের কর্মী।

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী, বাজির গুদামের দুতলা বাড়ির মধ্যে আটকে পড়েন বহু মানুষ। ওই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর জি সি মিশ্র রাত দশটা নাগাদ টুইট করেন, মোট ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবকটি সেক্টর ৫ একটি বাজির গুদাম থেকে। আগুন নিয়ন্ত্রণে।

আরও পড়ুন-দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

দমকলের অক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শুধুমাত্র কারখানার একতলাতেই মারা গিয়েছেন ১৩ জন। আগুন নেভাতে কাজে লাগানো হয়েছে ২০টি ইঞ্জিন। মনে করা হচ্ছে কারখানার নীচের তলা থেকেই আগুন লাগে। তবে আগুনের সঠিক কারণ জানা ‌যায়নি।

    

.