মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলের অন্দরে সহমত জোটাতে সমর্থ হল ভারতীয় জনতা পার্টি। নাগপুরের তিনবারের বিধায়ক ৪৪ বছরের দেবেন্দ্র ফড়নবিশে সায় মিলেছে বিজেপির সমস্ত বিধায়কদের। পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়নবিশই। শীঘ্রই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে তিনি হাজির হবেন বলে দলের তরফে জানানো হয়েছে।  

Updated By: Oct 28, 2014, 05:08 PM IST
 মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ

মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলের অন্দরে সহমত জোটাতে সমর্থ হল ভারতীয় জনতা পার্টি। নাগপুরের তিনবারের বিধায়ক ৪৪ বছরের দেবেন্দ্র ফড়নবিশে সায় মিলেছে বিজেপির সমস্ত বিধায়কদের। পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়নবিশই। শীঘ্রই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে তিনি হাজির হবেন বলে দলের তরফে জানানো হয়েছে।  

শুক্রবার  মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন দেবেন্দ্র। উপস্থিত থাকবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নেবেন অন্য মন্ত্রীরাও। তবে মহারাষ্ট্র সরকার বহরে বড় হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে। মুম্বইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

হালে পানি না পেয়ে আগেই মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির সঙ্গে বিরোধিতা ছেড়ে সুর নরম করেছিল শিবসেনা।   উদ্ধব ঠাকরের দল জানিয়ে দিয়েছিল সে রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনে বিজেপির সিদ্ধান্তের পূর্ণ সমর্থন করবে তারা।

মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শিব সেনা নেতা সঞ্জয় রাউতের প্রতিক্রিয়া, ""বিজেপি ও শিবসেনার ব্লাড গ্রুপ এক।''

.