Tirupati Prasad: লাড্ডু বিতর্কের মধ্যেই তিরুপতির ভোগে কিলবিল করছে কেন্নো!

Tirupati Prasad Controversy: চন্দু নামে এক ভক্ত অভিযোগ তুলে বলেন, 'আমি ওয়ারঙ্গল থেকে দর্শনের জন্য এসেছিলাম। ন্যাড়া হওয়ার পর মন্দিরে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। কিন্তু দই-ভাত খাওয়ার সময় দেখি, তার মধ্যে রয়েছে কেন্নো। মন্দিরের স্টাফদেরকে যখন এই বিষয়ে জানাই, তখন তাদের প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে পড়ি। তারা বলে যে এটা বড় কিছু নয়, এইরকম ঘটনা কখনও কখনও হয়ে থাকে।'

Updated By: Oct 6, 2024, 10:27 AM IST
Tirupati Prasad: লাড্ডু বিতর্কের মধ্যেই তিরুপতির ভোগে কিলবিল করছে কেন্নো!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে রয়েছে পশুর চর্বি, মাছের তেল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অভিযোগে তোলপাড় গোটা দেশ। এই বিতর্কের মাঝেই ভক্তরা এখন দাবি করেছেন যে, তিরুমালা মন্দিরে পরিবেশিত প্রসাদে পোকামাকড় পাওয়া গিয়েছে। যদিও তিরুমালা তিরুপতি দেবস্থানাম  (টিটিডি), ট্রাস্ট, যারা মন্দিরের দেখাশোনা করে তারা এই অভিযোগ মেনে নেয়নি।

ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১টা নাগাদ। এক ভক্ত বলেন, 'টিটিডি কর্তৃপক্ষের প্রসাদ নিয়ে এই ধরণের অবহেলা গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দাবি করছি।'

চন্দু নামে এক ভক্ত অভিযোগ তুলে বলেন, 'আমি ওয়ারঙ্গল থেকে দর্শনের জন্য এসেছিলাম। ন্যাড়া হওয়ার পর মন্দিরে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। কিন্তু দই-ভাত খাওয়ার সময় দেখি, তার মধ্যে রয়েছে কেন্নো। মন্দিরের স্টাফদেরকে যখন এই বিষয়ে জানাই, তখন তাদের প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে পড়ি। তারা বলে যে এটা বড় কিছু নয়, এইরকম ঘটনা কখনও কখনও হয়ে থাকে।'

তিনি আরও বলেন, 'ওই খাবারের ফটো-ভিডিয়ো কর্তৃপক্ষের কাছে পাঠাই। সেখানের কর্মকর্তারা আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য দাবি করেন যে, পোকাটি পরিবেশনের জন্য ব্যবহৃত পাতা থেকে এসেছে। কিন্তু এই দাবি গ্রহণযোগ্য নয়। মন্দিরের এই প্রসাদ বহু শিশুরাও খেয়ে থাকে। কারোর ফুড পয়জনিং হলে কে দায় নেবে?'

আরও পড়ুন:Zomato: হল কী! জোমাটোর মালিকই এখন করছেন ডেলিভারি বয়ের কাজ...

চন্দু আরও অভিযোগ তোলেন যে, বিষয়টি সামনে আসার পর মন্দিরের কর্মীরা তাদের অপমান ও ভয় দেখানোর চেষ্টা করে। বলেন, 'দুপুরের খাবার খাওয়ার সময় দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে।'

অন্যদিকে, টিটিডি ভক্তদের অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে যে প্রসাদে পোকামাকড় উপস্থিত ছিল এবং তাদের 'ভিত্তিহীন এবং মিথ্যা' বলে অভিহিত করেছে। তারা জোর দিয়ে দাবি করেছে যে প্রসাদটি প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য টাটকা রান্না করা হয় এবং এটি খুব কমই যে একটি পোকা নজরে না যেতে পারে। টিটিডির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, 'টিটিডি শ্রীবরী দর্শনের জন্য আসা হাজার হাজার ভক্তদের জন্য গরম-গরম আন্না প্রসাদম প্রস্তুত করে এবং এটি একটি অবিশ্বাস্য অভিযোগ যে একটি কেন্নো খাবারে পড়ে যেতে পারে।'

টিটিডি আরও পরামর্শ দিয়েছে যে অভিযোগটি প্রতিষ্ঠানের মানহানি এবং ভক্তদের অনুভূতিতে আঘাত করার চেষ্টা হতে পারে। বিবৃতিতে যোগ করা হয়েছে, 'আমরা ভক্তদের কাছে এই ধরনের ভিত্তিহীন এবং মিথ্যা খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং শ্রী ভেঙ্কটেশ্বর এবং টিটিডিতে তাদের বিশ্বাস বজায় রাখার জন্য আবেদন করছি।'

প্রসঙ্গত, তিরুপতির লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হয়, তাতে পশুর চর্বি পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে তোলপাড় গোটা দেশ। এই অভিযোগ লক্ষ-লক্ষ তিরুপতি ভক্তদের আবেগকে ধাক্কা দিয়েছে। তিরুপতি লাড্ডু, একটি অত্যন্ত শ্রদ্ধেয় নৈবেদ্য, লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের জন্য দীর্ঘকাল ধরে পবিত্রতা এবং ভক্তির প্রতীক।

উল্লেখ্য, তিরুপতির লাড্ডুতে "S" মান নির্ধারিত সীমার বাইরে রয়েছে যা "ফরেন ফ্যাট"। যা প্রাথমিকভাবে পশুর চর্বি হওয়ারই সম্ভাবনা রয়েছে। তিরুমালা তিরুপতি দেবস্থানমে নমুনার ল্যাব রিপোর্ট পরীক্ষার জন্য গুজরাটের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছিল। প্রতিবেদনের একটি অনুলিপি টিডিপি মুখপাত্র আনাম ভেঙ্কটা রমনা রেড্ডি শেয়ার করেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.