কথা বলুন নিশ্চিন্তে, সেনা বাহিনীকে দীপাবলির উপহার সরকারের
সংবাদ সংস্থা : স্যাটেলাইট ফোন (DSPT সার্ভিস)ব্যবহারের ক্ষেত্রে এবার থেকে সেনা বাহিনীর জওয়ানদের আর কোনও মাসিক চার্জ লাগবে না। এমনই ঘোষণা করল টেলি যোগাযোগ মন্ত্রক।
আরও পড়ুন : কাশ্মীরে পুলিস অফিসারকে খুন করল জঙ্গিরা
কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, এবার থেকে স্যাটেলাইট ফোন ব্যবহারের জন্য মাসিক ৫০০ টাকা করে আর দিতে হবে না জওয়ানদের। ১৯ অক্টোবর থেকে লাগু হবে নতুন ওই নিয়ম। প্রসঙ্গত স্যাটেলাইট ফোনের জন্য এতদিন পর্যন্ত প্রত্যেক জওয়ানকে মাসে ৫০০ টাকা করে দিতে হত।
পাশাপাশি স্যাটেলাইট ফোন ব্যবহার করলে মিনিটে যে ৫ টাকা করে কল চার্জ নেওয়া হত, তারও বদল হচ্ছে। এবার থেকে স্যাটেলাইট ফোনের মিনিটে কলচার্জ ৫ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ১ টাকা।