সিবিআইয়ের হাতে গোপন নথি তুলে দিলেন পিটার পুত্র রাহুল

শিনা হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ বেশ কিছু গোপন নথি সিবিআইয়ের হাতে তুলে দিলেন পিটার মুখার্জির ছেলে রাহুল। আজ সকালে সিবিআই দফতরে গিয়ে সেই সব নথি দিয়ে আসেন রাহুল মুখার্জি। তবে এদিনও তিনি দাবি করেন, শিনা হত্যায় তাঁর বাবা পিটার পুরোপুরি নির্দোষ।

Updated By: Nov 22, 2015, 10:41 PM IST
সিবিআইয়ের হাতে গোপন নথি তুলে দিলেন পিটার পুত্র রাহুল

ব্যুরো: শিনা হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ বেশ কিছু গোপন নথি সিবিআইয়ের হাতে তুলে দিলেন পিটার মুখার্জির ছেলে রাহুল। আজ সকালে সিবিআই দফতরে গিয়ে সেই সব নথি দিয়ে আসেন রাহুল মুখার্জি। তবে এদিনও তিনি দাবি করেন, শিনা হত্যায় তাঁর বাবা পিটার পুরোপুরি নির্দোষ।

শিনা হত্যায় পিটার মুখার্জি এখন সিবিআইয়ের জালে। সেই সিবিআইয়ের হাতেই এবার শিনার বেশ কিছুন গোপন নথি তুলে দিয়ে এলেন পিটারের ছেলে রাহুল মুখার্জি। শনিবারের পর রবিবারও রাহুলকে জিজ্ঞাবাদের জন্য তলব করেছিলেন গোয়েন্দারা। সকালে  মাকে সঙ্গে নিয়ে সিবিআই দফতরে যান রাহুল। তবে এদিনও বাবার পাশেই দাঁড়ান রাহুল। পিটার মুখার্জির বিরুদ্ধে আনা সিবিআইয়ের সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজাজও খানিকটা হারিয়ে ফেলেন রাহুল।

সিবিআই সূত্রে খবর, শিনা-হত্যার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র রবিবার সিবিআইয়ের হাতে তুলে দেন রাহুল। যার মধ্যে এমন নথি আছে, যা দিয়ে শিনা একসময় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে ব্ল্যাকমেল করতেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, মুম্বইয়ে একটা তিন বেডরুমের ফ্ল্যাটের জন্য শিনা ইন্দ্রাণীকে চাপ দিতেন। ফ্ল্যাট না দিলে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন। শিনা যে ইন্দ্রাণীর বোন নয়, মেয়ে— এ কথাও সবাইকে জানিয়ে দেবে বলে ব্ল্যাকমেল করতেন।

শিনা হত্যায় পিটারের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে সিবিআই। এবার রাহুলের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য পিটারকে ফের হেফাজতে নিতে তদন্তকারীদের সাহায্য করবে বলে সিবিআইসূত্রে খবর।

.