অপারেশনের পর সুস্থ স্তন ক্যান্সরে আক্রান্ত ১৪ বছরের কুকুর

আগে থেকে তেমন কিছু বোঝা যায়নি। ধাক্কাটা এসেছিল আচমকাই। প্রিয় সারমেয়র স্তন ক্যানসার ধরা পড়ার খবরে প্রথমটায় বেশ ভেঙেই পড়েছিলেন লেভি ম্যাথিউস। তবে তাকে সারিয়ে তোলার জেদ নিয়ে এরপর চিকিতসায় ঝাঁপিয়ে পড়েন মধ্যপ্রদেশের বেতুল জেলার এই বাসিন্দা। সেই চেষ্টা সার্থক। অপারেশনের পর এখন প্রায় সুস্থ ১৪ বছরের কুকুরটি।    

Updated By: Oct 5, 2013, 10:07 AM IST

আগে থেকে তেমন কিছু বোঝা যায়নি। ধাক্কাটা এসেছিল আচমকাই। প্রিয় সারমেয়র স্তন ক্যানসার ধরা পড়ার খবরে প্রথমটায় বেশ ভেঙেই পড়েছিলেন লেভি ম্যাথিউস। তবে তাকে সারিয়ে তোলার জেদ নিয়ে এরপর চিকিতসায় ঝাঁপিয়ে পড়েন মধ্যপ্রদেশের বেতুল জেলার এই বাসিন্দা। সেই চেষ্টা সার্থক। অপারেশনের পর এখন প্রায় সুস্থ ১৪ বছরের কুকুরটি।    
২ বছর বয়সে ওকে বাড়িতে এনেছিলেন লেভি ম্যাথিউস। মাঝে পেরিয়ে গেছে বারো বছর। বিশ্বাস, ভালবাসার বাঁধনটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল প্রিয় সারমেয়র সঙ্গে। একদিন হঠাতই কুকুরটির স্তনে কিছু অস্বাভাবিকতা নজরে আসে তাঁর। সময় নষ্ট করেননি। ১৪ বছরের পোষ্যকে নিয়ে পৌঁছে যান পশু চিকিতসালয়ে। জানা যায়, অসুস্থ কুকুরটির তখন স্তন ক্যানসারের লাস্ট স্টেজ। বেশি দেরি না করে তাই সঙ্গে সঙ্গে অপারেশন।
 
পালিত কোনও জন্তু নয়, কুকুরটি তাঁর কাছে পরিবারেরই একজন সদস্য। জীবনের এত বছরের সঙ্গীর অসুস্থতা ঘুম কেড়ে নিয়েছিল। তার সুস্থ হওয়ার খবরে এখন হাসি ফিরেছে লেভি ম্যাথিউসের মুখে।
 
প্রভুভক্তিতে ওদের জুড়ি নেই। ভালবাসায় নেই কোনও স্বার্থ। তাই ওদের আদর-যত্নেই বা একটুও খামতি থাকবে কেন?

.