বুথ ফেরৎ সমীক্ষায় বিশ্বাস করবেন না: শিলা দীক্ষিত

A day after opinion polls showed Congress faring poorly in Delhi, Chief Minister Sheila Dikshit on Thursday said she neither believes in exit polls nor agrees with projections made about her losing power. "I don`t believe in exit polls and I don`t believe in your projections (made by TV channels)," she said. According to the exit polls, BJP appeared to have an edge in a hung assembly in Delhi. The Times Now-C-Voter survey predicted a hung assembly, with 29 seats to BJP, 21 to Congress and 16 to AAP.

Updated By: Dec 8, 2013, 06:38 AM IST

দিল্লিতে হার হতে চলেছে কংগ্রেসের। এমনটাই রায় অন্তত বুথ ফেরৎ সমীক্ষার। দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলির এক্সিট পোলের রায়কে কার্যত উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত। তিনি বলেন, "এক্সিট পোলে বিশ্বাস করছি না।" ক্ষমতা হারাবার ভয়ও যে তাঁর নেই তাও স্পষ্ট করে দিয়েছেন শিলা দীক্ষিত।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "আমি আপনাদের পর্যবেক্ষণকে মানি না।" কিন্তু কী বলছে এক্সিট পোলের রায়? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বড় পরিবর্তন আসতে চলেছে দিল্লির রাজনীতিতে। এক্সিট পোল বলছে দিল্লিতে পাল্লা ভাড়ি বিজেপির।

টাইমস নাও ও সি ভোটার জানাচ্ছে দিল্লিতে হাঙ এসেম্বলি হতে চলেছে। বিজেপি পাবে ২৯টি আসন, ২১ টি আসন পাবে কংগ্রেস ও আপ পাবে ১৬টি আসন। গত ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছেন শিলা সরকার। এবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ায় চাপ বাড়ছে কংগ্রেসের ওপর।

.