আফগানিস্থান-ইরানের কোনও সংস্থার সঙ্গে সরাসরি ‌যোগ‌যোগ করতে পারবে না রাজ্য সরকারগুলি!

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘কয়েকটি বিদেশি রাষ্ট্রের কিছু সংস্থা বা সংগঠন রাজ্য সরকারগুলির সঙ্গে সরাসরি ‌যোগা‌যোগ করছে। এনিয়ে অন্ধকারেই থেকে ‌যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

Updated By: Aug 12, 2018, 02:18 PM IST
আফগানিস্থান-ইরানের কোনও সংস্থার সঙ্গে সরাসরি ‌যোগ‌যোগ করতে পারবে না রাজ্য সরকারগুলি!

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রকে এড়িয়ে বিদেশে ‌যোগা‌যোগ করার ক্ষেত্রে রাজ্য সরকারগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের দাবি, বিভিন্ন ধরনের বিদেশি এজেন্সি বা সংগঠনের সঙ্গে রাজ্য সরকারগুলি সরাসরি ‌যোগ‌যোগ রখালে তা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক সতর্কবার্তায় রাজ্য সরকারগুলিকে জানানো হয়েছে, চিন, আফগানিস্থান ও ইরানের মতো দেশের কোনও সংস্থা বা সংগঠনের সঙ্গে ‌যোগ‌যোগ করতে গেলে তা করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যে দিয়ে।

আরও পড়ুন-গলায় আটকে কয়েন, চার হাসপাতাল ঘুরে শিশুর চিকিত্সা শেষপর্যন্ত এসএসকেএম-এ

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘কয়েকটি বিদেশি রাষ্ট্রের কিছু সংস্থা বা সংগঠন রাজ্য সরকারগুলির সঙ্গে সরাসরি ‌যোগা‌যোগ করছে। কখনও কোনও প্রশিক্ষণ, আলোচনাসভা, কোনও ‌যৌথভাবে কাজ করার জন্য ‌যোগা‌যোগ করা হচ্ছে। এনিয়ে অন্ধকারেই থেকে ‌যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। এক্ষেত্রে মন্ত্রকের আগাম অনুমতি ছাড়া ওই ধরনের কোনও ‌যোগা‌যোগ করা ‌যাবে না।’

আরও পড়ুন-'আল ফাল' মিথ্যা বলেছেন অমিত শাহ, আইনি পদক্ষেপের হুমকি তৃণমূলের

রাজ্য সরকারগুলিকে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির দেওয়া তথ্য অনু‌যায়ী চিন, পাকিস্তান, আফগানিস্থানের মতো দেশের কোনও সংস্থা বা সংগঠনের সঙ্গে ‌যে কোনও ব্যাপারে ‌যোগা‌যোগ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। বিদেশের ‌যেসব সংস্থা নিরাপত্তা নিয়ে কাজ করে তাদের সঙ্গে ‌যোগা‌যোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

.