ফের চালু হল ডবল ডেকার ট্রেন

ফের চালু হল ডবল ডেকার ট্রেন। ছট পুজো উপলক্ষ্যে হাজারে হাজারে বাড়ি ফিরছেন ঝাড়খণ্ডবাসী। অতিরিক্ত ভিড় সামলাতে ট্র্যাকে ফেরানো হয়েছে ডবল ডেকার ট্রেনকে। পরিষেবা মিলবে তেইশে অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত। দুপুর দুটো পঁয়ত্রিশে ছেড়ে ধানবাদ পৌছবে সন্ধ্যে ছটা পঞ্চাশে। আবার সকাল সাতটা চল্লিশে ধানবাদ থেকে ছেড়ে দুপুর বারোটায় পৌছবে হাওড়ায়। ভাড়া পাঁচশো পঁয়তাল্লিশ টাকা। রেলসূত্রে খবর পাওয়া গিয়েছে, ছটপুজো উপলক্ষ্যে এই ট্রেন চালিয়ে আরেকটি  পরীক্ষার করে ফেলা হচ্ছে। ফের ট্রেনটিকে ট্র্যাকে ফেরানো যায় কি না, তাই দেখে নিতে চাইছে রেল।

Updated By: Oct 23, 2016, 08:34 PM IST
ফের চালু হল ডবল ডেকার ট্রেন

ওয়েব ডেস্ক: ফের চালু হল ডবল ডেকার ট্রেন। ছট পুজো উপলক্ষ্যে হাজারে হাজারে বাড়ি ফিরছেন ঝাড়খণ্ডবাসী। অতিরিক্ত ভিড় সামলাতে ট্র্যাকে ফেরানো হয়েছে ডবল ডেকার ট্রেনকে। পরিষেবা মিলবে তেইশে অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত। দুপুর দুটো পঁয়ত্রিশে ছেড়ে ধানবাদ পৌছবে সন্ধ্যে ছটা পঞ্চাশে। আবার সকাল সাতটা চল্লিশে ধানবাদ থেকে ছেড়ে দুপুর বারোটায় পৌছবে হাওড়ায়। ভাড়া পাঁচশো পঁয়তাল্লিশ টাকা। রেলসূত্রে খবর পাওয়া গিয়েছে, ছটপুজো উপলক্ষ্যে এই ট্রেন চালিয়ে আরেকটি  পরীক্ষার করে ফেলা হচ্ছে। ফের ট্রেনটিকে ট্র্যাকে ফেরানো যায় কি না, তাই দেখে নিতে চাইছে রেল।

আরও পড়ুন মৃত্যু হল পাক গুলিতে আহত বিএসএফ জওয়ান গুরনাম সিংয়ের

আরও পড়ুন অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তেরো বছরের কিশোর

.