জম্মুতে বায়ুসেনার ঘাঁটির আকাশে ফের সন্দেহভাজন Drone, আরও একটা নাশকতার ছক?

বুধবার রাতে অ্যান্টি-ড্রোন ব়্যাডারে প্রথম ধরা পড়ে UAV-টি।

Updated By: Jul 15, 2021, 10:59 AM IST
জম্মুতে বায়ুসেনার ঘাঁটির আকাশে ফের সন্দেহভাজন Drone, আরও একটা নাশকতার ছক?

নিজস্ব প্রতিবেদন: জম্মু বিমান বন্দরের এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণের পর মাত্র তিন সপ্তাহ কেটেছে। এরই মধ্যে ফের বায়ুসেনা ঘাঁটির কাছে দেখা গেল সন্দেহভাজন ড্রোন। বুধবার রাতে ড্রোন-বিরোধী ব়্যাডারে প্রথম UAVটি ধরা পড়ে। তারপর সেটিকে ধ্বংস করেন জওয়ানরা। অনুমান, ফের বায়ুসেনা ঘাঁটিতে নাশকতার ছক ছিল জঙ্গিদের ।

সেনা সূত্রে খবর, বুধবার রাতে আর্নিয়া সেক্টরের আকাশে লাল আলো দেখতে পান জওয়ানরা। তখনই তাঁদের সন্দেহ হয়। এরপরই গুলি চালান সেনারা জওয়ানরা। মাটি থেকে ৩ কিলোমিটার উচুতে অ্যান্টি-ড্রোন ব়্যাডারে প্রথম যানটি ধরা পড়ে। ওই সময় সেটার গতি ছিল সেকেন্ডে ৯ মিটার। ইতিমধ্যে আশপাশের এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে সেনা। মঙ্গলবারও সীমান্তে একটি সন্দেহভাজন ড্রোনকে ঘোরাঘুরি করতে দেখে গুলি করে নামায় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। 

আরও পড়ুন: সবজি বিক্রেতা সেজে ISI-কে সেনার তথ্য পাচার! ক্রাইম ব্রাঞ্চের জালে Pak চর

আরও পড়ুন: LAC বরাবর একতরফা পরিবর্তন নয়, চিনকে কড়া বার্তা ভারতের

জম্মু বিমান বন্দরের এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণের পর থেকে একাধিকবার উপত্যকার আকাশে সন্দেহভাজন ড্রোন দেখা গিয়েছে। এমনকী, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের আকাশেও ড্রোন দেখতে পাওয়া যায়। যা নিয়ে ইসলামাবাদের কাছে ক্ষোভও প্রকাশ করে ভারত। 

.