অঙ্কে 'শূন্য' পেয়েও দিল্লি বিশ্ববিদ্যালয়ে PhD করার সুযোগ!
ওয়েব ডেস্ক : অঙ্কে PhD করার জন্য আবেদন করতে গেলে, আপনার ন্যূনতম নম্বর 'শূন্য' হলেও চলবে। তাহলেই আপনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর নোটিস। ইতিমধ্যেই নোটিস ঘিরে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
সাধারণত, কলেজ, বিশ্ববিদ্যালয় বা চাকরির ক্ষেত্রেও বিভিন্ন পরীক্ষায় তফশিলি জাতি-উপজাতিদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকে। দিল্লি বিশ্ববিদ্যালয়েও তফশিলি জাতি-উপজাতি পড়ুয়াদের অঙ্কে PhD-র জন্য আবেদন করতে গেলে দেওয়া হয়েছে ছাড়। 'শূন্য' পেয়েও আবেদন করতে পারবেন তারা। উপস্থিত হতে পারবেন ইন্টারভিউতে।
যদিও জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে কাট অফ মার্কস ২০০-র মধ্যে ৯৪। অন্যান্য অনগ্রসর জাতির জন্য এই নম্বর ৮৪। তবে অঙ্কে শূন্য পেয়ে ডক্টরেট করে তাঁরা ছাত্রছাত্রীদের কী শেখাবেন! সেটা অবশ্যই প্রশ্নসাপেক্ষ।
আরও পড়ুন, 'প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার' হতে চায় ৯ বছরের 'অ্যালিয়েন' জ্যাক! উত্তর দিল NASA