বনধের জেরে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারাল শিশু, রাহুলকে কাঠগড়ায় তুলল বিজেপি
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কংগ্রেস-বাম-সহ ২০টি অবিজেপি রাজনৈতিক দল। এনডিএ শরিক শিবসেনও প্রতিবাদে পথে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বনধের বিরোধিতা করলেও নৈতিক সমর্থন জানিয়েছেন তিনি
![বনধের জেরে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারাল শিশু, রাহুলকে কাঠগড়ায় তুলল বিজেপি বনধের জেরে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারাল শিশু, রাহুলকে কাঠগড়ায় তুলল বিজেপি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/09/10/140300-rahulprasad.jpg)
নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল পর্যন্ত যেতে হল না। মাঝ রাস্তায় প্রাণ খোয়াতে হল দু’বছরের শিশুকে। ‘সৌজন্যে’ ভারত বনধ। এমন মর্মান্তিক ঘটনা ঘটল বিহারের জেহানাবাদে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দেশজুড়ে চলছে ভারত বনধ। নীতীশের রাজ্যেও তার প্রত্যক্ষ প্রভাব দেখা গিয়েছে। এ দিন জেহানাবাদেও পথে নেমে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। যার জেরে অচল হয়ে পড়ে যানবাহন। নাস্তানাবুদ হতে হয় আম জনতাকে। ওই মৃত শিশুর বাবা অভিযোগ করেন, ট্রাফিক জ্যামে বহুক্ষণ আটকে ছিল অ্যাম্বুলেন্স। জেহানাবাদের এসডিও পরিতোষ কুমার জানান, পথেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- বনধের দিনেও পতন অব্যাহত, নতুন রেকর্ড গড়ল ডলার পিছু টাকা
জেহানাবাদের এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি। রাহুল গান্ধীর প্রশ্নের জবাব চেয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “শিশুটির মৃত্যুর দায় রাহুল গান্ধী কি নেবেন?” তাঁর আরও দাবি, বিরোধীদের এই বনধ কোনওভাবেই সফল নয়।
উল্লেখ্য, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কংগ্রেস-বাম-সহ ২০টি অবিজেপি রাজনৈতিক দল। এনডিএ শরিক শিবসেনও প্রতিবাদে পথে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বনধের বিরোধিতা করলেও নৈতিক সমর্থন জানিয়েছেন তিনি। কেন্দ্রের নীতির বিরোধিতা করে মিছিল করবে তৃণমূল। মুম্বই, দিল্লি, রায়পুর, জয়পুর, পটনা, ভারুচ, বিজয়ওয়াড়া, হায়দরাবাদ, ভুবনেশ্বরে তুমুল বিক্ষোভ দেখালেন বনধ সমথর্করা। বনধ হয়েছ কর্ণাটকের বিভিন্ন এলাকাতেও।
আরও পড়ুন- সব সীমা ছাড়িয়েছে মোদী সরকার, তোপ মনমোহনের
জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদের ডাকা ভারত বনধে রাজ্যে রাজ্যে নাজেহাল জনজীবন। রেল লাইনে বসে পড়ে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বনধ সফল করার চেষ্টা করলেন বনধ সমর্থকরা।