ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ গোটা উত্তর ভারত, আতঙ্ক রাজধানীতে
ভূমিকম্পে উঠল উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। দিল্লি, পাঞ্জাব-সহ একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পে উঠল উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। দিল্লি, পাঞ্জাব-সহ একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের উপকেন্দ্র পাক-অধিকৃত কাশ্মীরের মীরপুর। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র। রিখটার স্কেলে এর কম্পনমাত্রা ৫.৮। জম্মু-কাশ্মীরে খয়-ক্ষতির পরিমাণ বেশি বলে মনে করা হচ্ছে।
‘ইউরোপিয়ান মেডিটোরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার’ সূত্রে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম লাহোরের থেকে ১৭৪ কিলোমিটার দূরে এর উতেসস্থল।
European-Mediterranean Seismological Centre (EMSC): Earthquake of magnitude 6.1 at Richter scale strikes 173 km North West of Lahore, Pakistan. https://t.co/tKPY2lK3dk
— ANI (@ANI) September 24, 2019
বিস্তারিত আসছে...