সাতসকালে মুম্বইয়ের ঘাড়ের কাছে ভূমিকম্প, ২৪ ঘণ্টায় ফের কেঁপে উঠল অরুণাচল প্রদেশ

শুক্রবারও অরুণাচলে ভূমিকম্প অনুভূত হয়। 

Updated By: Jul 20, 2019, 11:41 AM IST
সাতসকালে মুম্বইয়ের ঘাড়ের কাছে ভূমিকম্প, ২৪ ঘণ্টায় ফের কেঁপে উঠল অরুণাচল প্রদেশ

নিজস্ব প্রতিবেদন: অরুণাচল প্রদেশের পর এবার মহারাষ্ট্র। শনিবার সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ কেঁপে উঠল মুম্বই থেকে ৮৭ কিলোমিটার দূরের শহর পালঘর। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৩.৫। এই কম্পনের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া য়ায়নি। 

এদিকে শনিবার ভোরে ফের ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

আরও পড়ুন-উলুবেড়িয়ায় জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা; দোকানে ঘুমন্ত যুবককে পিষে দিল দুরন্ত গতির লরি

এদিন ভোর ৪টে ২৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে গোটা রাজ্যে। কম্পনের উত্স ছিল পূর্ব কামেং জেলা। এনিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ বার কেঁপে উঠল গোটা রাজ্য।

শুক্রবারও উত্তরপূর্বের এই রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উত্সস্থল ছিল বোমডিলা থেকে ৬৪ কিলোমিটার উত্তরপূর্বে মাটির ১৬ কিলোমিটার গভীরে। কম্পন টের পাওয়া যায় অসমেও। এছাড়াও শুক্রবার আরও দুবার কেঁপে ওঠে রাজ্যে। ওইসব কম্পনের মাত্রা ছিল৩.৮ ও ৪.৯।

আরও পড়ুন-বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল টালিগঞ্জের কিশোর

এখনও পর্যন্ত ওইসব কম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ভূ-বিজ্ঞানীদের মতে উত্তরপূর্বের এই রাজ্যটি পড়ে জোন-৫ এর মধ্যে। জোন-৫ হল সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

.