Shiv Sena: মহারাষ্ট্রে মশাল বনাম ঢাল-তরোয়াল, নয়া প্রতীক পেল শিবসেনার শিল্ডে গোষ্ঠী
৩ নভেম্বর মুম্বইয়ের আন্ধেরি পূর্ব কেন্দ্রে উপনির্বাচন। ভোটে মশাল প্রতীকে লড়বে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। এবার নির্বাচনী প্রতীক পেল শিল্ডে গোষ্ঠী। এর আগে, তাদের পছন্দের তিনটি প্রতীকই বাতিল হয়ে গিয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে এবার মশাল বনাম ঢাল-তরোয়ালের লড়াই। শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পর এবার একনাথ শিন্ডে গোষ্ঠীকেও নয়া প্রতীক দিল নির্বাচন কমিশন। এর আগে, তাদের পছন্দের তিনটি প্রতীকই বাতিল হয়ে গিয়েছিল। ভোটে মশাল প্রতীকে লড়বে উদ্ধব ঠাকরে গোষ্ঠী।
জুন মাসে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন শিবসেনার ১৬ জন বিধায়ক। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আবেদন মেনে ওই ১৬ জনের বিধায়ক পদ খারিজ করতে রাজি হননি রাজ্যপাল। বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দেন তিনি। এরপর সুপ্রিম কোর্টে যখন আস্থাভোটে স্থগিতের আর্জি খারিজ হয়ে যায়, তখন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বালাসাহেব-পুত্র। মারাঠাভূমিতে বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। মুখ্যমন্ত্রীর কুর্সিতে একনাথ শিল্ডেই।
এদিকে ৩ নভেম্বর মুম্বইয়ের আন্ধেরি পূর্ব কেন্দ্রে উপনির্বাচন। শিবসেনার প্রতীকে কারা ভোটে লড়বে? উদ্ধব গোষ্ঠী ও শিল্ডের গোষ্ঠীর মধ্যে ফের নতুন করে সংঘাত বাধে। শিবসেনা’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘তির-ধনুক' কমিশন ফ্রিজ করে দেওয়ার পর, নিজেদের পছন্দমতো নাম জমা দিয়েছিল যুযুধান গোষ্ঠীই। গতকাল, সোমবার উপনির্বাচনে উদ্ধব গোষ্ঠীর জন্য 'মশাল' প্রতীক ধার্য করেছিল নির্বাচন কমিশন। এবার নতুন প্রতীক পেল একনাথ শিল্ডে গোষ্ঠীও। ঢাল-তরোয়াল। আর নাম? উদ্ধব ঠাকরে গোষ্ঠী শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে), একনাথ শিন্ডের গোষ্ঠী শিবসেনা (বালাসাহেবচি)।
Election Commission allots 'two swords and shield' symbol to Shinde faction of Shiv Sena
Read @ANI Story | https://t.co/VYT91xPDfp#Shivsena #ShivsenaSymbol #ShivsenaElectionSymbol #ElectionCommissionOfIndia pic.twitter.com/Xkv4RY4tad
— ANI Digital (@ani_digital) October 11, 2022
বালাসাহেব ঠাকরে তখনও জীবিত। ২০০৬ সালে দাদা উদ্ধবের সঙ্গে মতবিরোধের কারণে শিবসেনা ছাড়েন রাজ ঠাকরে। গড়েন তাঁর নিজস্ব দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’। ২০১৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট করে মহারাষ্ট্রে ক্ষমতায় ফেরে শিবসেনা। রাজনৈতিক ডামাডোলের মাঝেই মু্খ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন উদ্ধব ঠাকরে। সেই সরকারের পতন পর, আত্মপ্রকাশ করল শিবসেনারই দুটি আলাদা গোষ্ঠী।