পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নীরব মোদীর ১০ ঠিকানায় সিবিআই তল্লাশি, বেপাত্তা ব্যবসায়ী
ওদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বর্তমানে দেশের বাইরে রয়েছেন নীরব মোদী। ১ জানুয়ারি তিনি দেশ ছাড়েন। সম্ভবত সুইৎজারল্যান্ডে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ২৯ জানুয়ারি। ৩১ জানুয়ারি থেকে তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ওয়েব ডেস্ক: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতির তদন্তে অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদীর একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করল সিবিআই। বুধবার সকাল থেকে দেশ জুড়ে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকরা। কম বেশি ৬০ জন সিবিআই আধিকারিক মোট ১০টি ঠিকানায় তল্লাশি চালান।
মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতি। প্রায় ১১,৩০০ কোটি টাকার এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৯ জন কর্মীকে বরখাস্ত করেছে সংস্থা। ওদিকে সকাল থেকে হিরে ব্যবসায়ী নীরব মোদীর কুরলার বাড়িতে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। সঙ্গে তল্লাশি শুরু হয় লোয়ার প্যারেল ও বান্দ্রায় নীরব মোদীর নানা ঠিকানায়। তাঁর মোদীর মুম্বইয়ের বাড়ি সিল করে দিয়েছে সিবিআই।
আরও পড়ুন - পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০ হাজার কোটি টাকা অবৈধ লেনদেনের হদিশ
ওদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বর্তমানে দেশের বাইরে রয়েছেন নীরব মোদী। ১ জানুয়ারি তিনি দেশ ছাড়েন। সম্ভবত সুইৎজারল্যান্ডে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ২৯ জানুয়ারি। ৩১ জানুয়ারি থেকে তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Nirav Modi left the country on 1st of January. CBI received complaint from PNB on 29th Jan 2018. CBI registered the case on 31st January. Lookout notice has also been issued against Nirav Modi: Official Sources
— ANI (@ANI) February 15, 2018
নীরব মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে চলেছে সিবিআই।
ওদিকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দাবি, ২০১১ সালে এই কেলেঙ্কারি প্রথম আবিষ্কার করেছিলেন তাঁদের আধিকারিকরাই।