কয়লামন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী দাসরি নারায়ণের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
কয়লামন্ত্রকের প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দাসরি নারায়ণ রাওয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তাঁর স্থাবর, অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কয়লা ব্লক বণ্টন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে গত বছরের শেষে তাঁকে জেরা করে ইডি।
ইডির নির্দেশ অনুযায়ী তাঁর দুটি গাড়ি, প্রায় ৫০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট এবং একটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়। যার মোট সম্পত্তি মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় কয়লামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। তেলুগু ফিল্ম প্রযোজনা ও পরিচালনার কাজও করেছেন তিনি। জিন্দাল গ্রুপের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে সৌভাগ্য মিডিয়ায় বিনিয়োগও করেন দাসরি নারায়ণ রাও। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সৌভাগ্য মিডিয়ার ডিরেক্টর ছিলেন তিনি।