Gaziabad Murder: নিখুঁত ছক কষে বৃদ্ধা দম্পতিকে খুন-লুঠপাট, মাস্টারমাইন্ড মাত্র ১২ বছরের বালক!
লুটের ঘটনার প্রমাণ লোপাট করতে ওই বৃদ্ধ দম্পত্তিকে খুন করে ফলে ৪ জন। ওই ঘটনায় পুলিস ইতিমধ্য়ে মনজেশ ও শিভম নামে ২ জনকে গ্রেফতার করেছে। চতুর্থ অভিযুক্ত সন্দীপ এখন পলাতক। অভিয়ুক্তদের কাছে থেকে ১২ হাজার টাকা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজিয়াবাদে এক বৃদ্ধ দম্পতির খুনের ঘটনার তদন্ত নেমে হতবাক পুলিস। খুন ও লুটের ঘটনায় পেছনে মাস্টারমাইন্ড একজন ১২ বছরের বালক। টাকার লোভে ওই বৃদ্ধকে খুন ও লুঠপাটের জন্য সে আরও ৩ জনকে জোগাড় করে। পুলিসের বক্তব্য, একেবারে ছক কষে ওই ভয়ঙ্কর কাণ্ড করে ওই খুদে।
আরও পড়ুন-চিনে শীর্ষে সংক্রমণ, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে' দাবি বেজিংয়ের
গত ২২ নভেম্বর গাজিয়াবাদে খুন হন এক বাতিল জিনিসপত্র বিক্রির ডিলার। ওইদিন ঘরের মধ্যেই পাওয়া যায় তার লাশ। বাড়ির পাশের একটি খোলা জমিতে পাওয়া যায় ইব্রাহিমের স্ত্রী হাজেরার দেহ। তার গলায় কাপড় জড়ানো ছিল।
ওই ঘটনার তদন্তে নেমে অবাক হয়ে যায় পুলিস। দেখা যায় ডাকাতির জন্য ওই খুন করা হলেও যারা ওই ঘটনার সঙ্গে জড়িত এক খুদে। বয়স মাত্র ১২ বছর। প্রাথমিকভাবে বিশ্বাস না করলেও আরও অনেক তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় গোটা ঘটনার মাস্টারমাইন্ড ওই ১২ বছরের বালক।
পুলিস সূত্রে খবর, ওই বৃদ্ধ দম্পতির পরিচিত ছিল ওই বালক। বাড়িতে যাতায়াত ছিল। সেই মেলামেশা সূত্রেই সে জানতে পারে ভাঙচোরা, বাতিল জিনিসপত্র বিক্রি করে অনেক টাকা জোগাড় করেছে ওই বৃদ্ধ দম্পত্তি। ওই কথা জানার পরই আরও ৩ জনকে জোগাড় করে ফেলে সে। পরিকল্পনা করে চারজন মিলে বৃদ্ধ দম্পত্তির টাকা পয়সা লুট করে নেবে।
পরিকল্পনা মতোই কাজ হয়। কিন্তু লুটের ঘটনার প্রমাণ লোপাট করতে ওই বৃদ্ধ দম্পত্তিকে খুন করে ফলে ৪ জন। ওই ঘটনায় পুলিস ইতিমধ্য়ে মনজেশ ও শিভম নামে ২ জনকে গ্রেফতার করেছে। চতুর্থ অভিযুক্ত সন্দীপ এখন পলাতক। অভিয়ুক্তদের কাছে থেকে ১২ হাজার টাকা, একটি সোনার চেন ও একটি মোবাইল পাওয়া গিয়েছে।