জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিমোট ভোটিং প্রক্রিয়া শুরুর ভাবনা নির্বাচন কমিশনের। এর ফলে অন্য রাজ্যে থাকা ভোটারদের ভোট দিতে আসতে হবে না নিজের রাজ্যে। বাইরে বসেই নিজের ভোট দিতে পারবেন ভোটাররা। আরভিএম-এর (Remote Electronic Machine) মাধ্যমেই রিমোট ভোটিং প্রক্রিয়া চালুর ভাবনা নির্বাচন কমিশনের। ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত চাওয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি এ বিষয়ে ডেমোনস্ট্রেশন দিতে চলেছে কমিশন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Chandrababu Naidu: চন্দ্রবাবুকে দেখার জন্য হুড়োহুড়ি! অন্ধ্রপ্রদেশে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১০


কর্মসূত্রে বা অন্যান্য কারণে যারা নিজের কেন্দ্রের বাইরে রয়েছে তাদের জন্যই এমন ভাবনাচিন্তা করছে নির্বাচন কমিশন। এই কারণেই ১৬ তারিখ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিকদলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন। ডেমোনস্ট্রেশনের পর তাদের কোনও রকম আপত্তি থাকলে তা ৩১ জানুয়ারির মধ্যে জানাতে পারবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা। যারা পরিযায়ী মানুষ, যে পেশার সঙ্গেই যুক্ত থাকুন না কেন তারা অনেকেই নিজের রাজ্যে ফিরতে পারে না ভোট দেওয়ার জন্য।


২০১৯-এর পরিসংখ্যান বলছে প্রায় ৬৭.৪ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। চামোলি জেলার দুমাক গ্রামে নির্বাচন কমিশন নিজে ট্র্যাক করেন। তারওপর ভিত্তি করেই মাল্টি কনস্টিটিউয়েন্সি ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করা হয়। যার ডেমোনস্ট্রেশন রয়েছে আগামী বছরের ১৬ তারিখ। 


তবে এ বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জিং বিষয়ও কমিশনকে মাথায় রাখতে হচ্ছে। তাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ-সহ বেশকিছু প্রযুক্তিগত বিষয়ও ভাবনা চিন্তায় রয়েছে। তবে এ বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জিং বিষয়ও কমিশনকে মাথায় রাখতে হচ্ছে। তাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ-সহ বেশকিছু প্রযুক্তিগত বিষয়ও ভাবনা চিন্তায় রয়েছে।  সেরকমই আইনের ক্ষেত্রে বেশকিছু অ্যামেনমেন্ট প্রয়োজন যেমন- আরপি অ্যাক্ট ১৯৫০ এবং ৫১। কনডাক্ট অফ ইলেকশন রুলস ১৯৬১ এবং দ্য রেজিস্ট্রেশন অফ ইলেকটরস রুল ১৯৬০। 


আরও পড়ুন, Shocking: রোগীকে তুলতেই ধসে পড়ল লিফট! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App