বিহারেই প্রথম, ইভিএমে থাকবে প্রার্থীর ছবি
সারা ভারতে এই প্রথমবার কোনও ভোটে ইভিএমে থাকবে প্রার্থীদের ছবি। বিহারের ৫ দফা ভোটের দিন ঘোষণার সঙ্গেই ইভিএমে প্রর্থীদের ছবি থাকার বিষয়টিও ঘোষণা করেছে মুখ্য নির্বাচন কমিশন।
বিহার: সারা ভারতে এই প্রথমবার কোনও ভোটে ইভিএমে থাকবে প্রার্থীদের ছবি। বিহারের ৫ দফা ভোটের দিন ঘোষণার সঙ্গেই ইভিএমে প্রর্থীদের ছবি থাকার বিষয়টিও ঘোষণা করেছে মুখ্য নির্বাচন কমিশন।
এতদিন ইভিএমে থাকত শুধু প্রার্থীদের নাম এবং তাঁরা যে প্রতীকে নির্বাচন লড়ছেন, সেই প্রতীক। এবার নাম, প্রতীকের সঙ্গে যুক্ত হবে প্রার্থীর ছবি। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "অনেক সময় দেখা যায় একই নামের অনেক প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সেক্ষেত্রে ভোটাররা অনেক সময়ই নিজের পছন্দের প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীকে গুলিয়ে ফেলেন। ভোট দেওয়ার সময় এই ধরনের বিভ্রান্তি কাটাতেই ইভিএমে প্রার্থীর ছবি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।
বিহারে ভোট শুরু হবে ১২ অক্টোবর থেকে। ৫ দফায় হবে ভোট। বিহার বিধানসভা ভোটের ফলাফলের দিন ৮ নভেম্বর।