খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ল হাতি, ভাইরাল ভিডিও
খাবারের খোঁজে বাড়িতে আগমন গজরাজের। মা হাতির পিছু নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে আরও একটি ছোট হাতি। রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদন : খাবারের খোঁজে বাড়িতে আগমন গজরাজের। মা হাতির পিছু নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে আরও একটি ছোট হাতি। রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : এনকাউন্টারে উত্তপ্ত উপত্যকা, পাকিস্তানি জঙ্গিদের ঘিরে গুলি চালাচ্ছে সেনা
ঘটনাস্থল তামিলনাড়ুর কোয়েম্বাটুর। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, কোয়েম্বাটুরেই সম্প্রতি একটি বড় হাতির সঙ্গে গ্রামে ঢুকে পড়ে আরও একটি ছোট হাতি। এরপর স্থানীয় এলাকার একটি বাড়িতে ঢুকে, সেখানে প্রথমে শেডের নীচে ঢুকে পড়ে হাতি দু’টি। কিন্তু আচমকা বাড়িতে ঢুকে পড়লেও কোনও খাবারের সন্ধান না মেলায়, সেখান থেকে চলে যেতে দেখা যায় তাদের। যদিও রাতের অন্ধকারে গজরাজের আগমন ঘটলেও, সেখানে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
খাবারের খোঁজেই ওই ২টি হাতি বন ও জাতীয় সড়ক পেরিয়ে জনবহুল এলাকায় ঢুকে পড়েছিল বলেই মনে করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বন দফতর।
দেখুন ভিডিও...
#WATCH: An elephant, along with an elephant calf, enters a house in Coimbatore's Periyanaickenpalayam in search of food, returns without causing any damage (Source: CCTV) pic.twitter.com/GRxpq6CsDr
— ANI (@ANI) December 2, 2017